বলিউডে শনির গ্রাস কিছুতেই কাটছে না। ২০২০ সালে এসে যেন শনির নজর বলিউডের দিকে একটু বেশি মাত্রায়ই রয়েছে। ইরফান খান, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুতের পর চলে গেলেন কোরিওগ্রাফার সরোজ খান। সুশান্ত সিং রাজপুত আসলেই আত্মহত্যা করেছিলেন কিনা সেটা এখনও স্পষ্ট নয়। তবে সুশান্তের মৃত্যু আত্মহত্যাতেই হয়েছে সেটা অনেকেই ধারনা করছেন।
সুশান্ত সিং এর এভাবে চলে যাওয়াটা স্পর্শ করেছিল সরোজ খানের হৃদয়েও। তাইতো সুশান্তের মৃত্যুর পর ইন্সটাগ্রামের পোস্টে জানিয়েছিলেন তিনি হতবাক হয়ে গেছেন সুশান্তের মৃত্যুতে। তিনি তার ইন্সটাগ্রাম পোস্টে লেখেন, ‘’তোমার জীবনে কী এমন ঘটলো যে এত বড় পদক্ষেপ নিলে? আমি হতবাক। তুমি বড়দের সঙ্গে পরামর্শ করতে পারতে, যারা তোমায় ভালো পরামর্শ দিত।‘’
ইন্সটাগ্রামের সেই লম্বা পোস্টে তিনি ঈশ্বরের কাছে তার আত্মার শান্তি কামনা করেন এবং সমবেদনা জানান। সিনেমার মাধ্যমেই সুশান্তকে ভালো লেগেছিল তার এমনটাও উল্লেখ করেন সেই পোস্টে। সুশান্তের মৃত্যুর পর ১৪ জুন সরোজ খান তার ইন্সটাগ্রামে পোস্টে লেখেন,
”আমি তোমার সঙ্গে কখনও কাজ করি নি। তবে বহুবার তোমার সঙ্গে দেখা হয়েছে। তোমার জীবনে কী এমন অঘটন ঘটলো? যে এত ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেললে। বড়দের সঙ্গে কথা বলতে পারতে, তাঁরা তোমায় পরামর্শ দিতো, সাহায্য করতো। তোমার দিকে তাকিয়ে আমরা খুশি থাকতাম। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিক। আমি জানি না, তোমার বাবা, বোনেদের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে। এই কঠিন সময়ে তাঁদের প্রতি সমবেদনা রইল। তোমার সিনেমার মধ্যে দিয়েই তোমায় ভালোবেসেছি, সবসময় ভালোবাসবে যাব। শান্তিতে ঘুমাও।”
তবে এর ঠিক তিনদিন পরই ১৭ জুন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বান্দ্রার গুরুনানাক হাসপাতালে ভর্তি হন তিনি। তার করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসায় হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হলে ২০ জুন আবারও তাকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হতে হয়। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন