শিরোনাম

প্রচ্ছদ /   গালওয়ানে নিহত জওয়ানদের সম্মানে ছবি নির্মান করছেন অজয় দেবগন অভিনয় করবে যে তারকা

গালওয়ানে নিহত জওয়ানদের সম্মানে ছবি নির্মান করছেন অজয় দেবগন অভিনয় করবে যে তারকা

Avatar

শনিবার, জুলাই ৪, ২০২০

প্রিন্ট করুন

সাম্প্রতিক সময়ে ভারতের প্রতিবেশি দেশ চীনের সম্পর্কটা বেশ শীতল। করোনার কারনে যখন পুরো বিশ্বে থমথমে অবস্থা তখনই চীনের আক্রমণের শিকার হয়েছে ভারতীয় জওয়ানরা। চীনের সেনাবাহিনির আক্রমণে কুড়ি জনেরও বেশি ভারতীয় জওয়ানের মৃত্যুতে ফুঁসেছে পুরো ভারত। সীমান্তেও বেশ কড়াকড়ি শুরু করে দিয়েছে মুদি সরকার।

চীনের সাথে এই দ্বন্দ্বের শেষ কোথায় তা এখনই হলপ করে বলে দেয়া যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে ভারতে নিষিদ্ধ করা হয়েছে চীনের তৈরি বেশকিছু অ্যাপ। জবাবে বেইজিংও বেশকিছু ওয়েবসাইট বন্ধ রেখেছে। কিন্তু সবকিছুকে ছাপিয়ে রয়েছে গালওয়ান উপত্যকায় জওয়ানদের হত্যার ঘটনা। এবার সেই জওয়ানদেরকে কুর্নিশ জানিয়ে সেই জওয়ানদের স্মরণে ছবি বানাতে যাচ্ছেন সিংহাম খ্যাত অজয় দেবগন।

এই ছবির মাধ্যমে মূলত তিনি তুলে ধরার চেষ্টা করবেন ভারতীয় জওয়ানদের উপর চীনের নগ্ন হামলার চীত্র। চীন অকারনেই যেখানে হামলা চালিয়ে এতজন জওয়ানকে নিহত করেছে সেটার প্রতিবাদ তো বটেই এই ছবিতে সেই ঘটনার নির্মম বর্ণনাও থাকতে পারে বলে জানা গেছে।

গালওয়ান নিয়ে অজয় দেবগনের তৈরি ছবিটিতে তিনি নিজেই হিরো হিসেবে অভিনয় করবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছুই বলেননি তিনি। শুধু তাই নয় নায়ক কিংবা নায়কার ভূমিকায় বলিউড পাড়ার কোন তারকাদের দেখা যেতে পারে সে ব্যাপারেও খোলাসা করে কিছুই জানাননি এই বলিউড স্টার।

এদিকে ছবির শ্যুটিং সম্পর্কে জানতে চাইলে সে ব্যাপারেও মুখ খুলতে রাজি হননি অজয়। কবে নাগাদ শুরু হতে পারে এই ছবিটির শ্যুটিং তা নিয়ে এখনও ধুম্রজাল রয়েছে।

অজয় দেবগনের এই ছবিটি নিয়ে ভারতীয় দর্শকরা একটু বেশিই আশাবাদী হতে পারেন। কেননা ইতিপূর্বে ভারতের সার্বভৌমত্য রক্ষা নিয়ে বিভিন্ন ছবি তৈরি হলেও চীনের সাথে এই নতুন দ্বন্দ্ব নিয়ে এখন পর্যন্ত কোনো অন্য কোনো ফিল্ম প্রোডাকশন ছবি তৈরির ঘোষণা দেয়নি। তাইতো আসন্ন এই ছবিটি নিয়ে আগ্রহের কমতি নেই দর্শকদের।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন