শিরোনাম

প্রচ্ছদ /   শাহরুখকে থাপ্পড় মেরেছিলেন সারোজ খান

শাহরুখকে থাপ্পড় মেরেছিলেন সারোজ খান

Avatar

শনিবার, জুলাই ৪, ২০২০

প্রিন্ট করুন

‘অনেক কাজ করে ফেলেছি, ক্লান্ত লাগছে’, শাহরুখের মুখে একথা শুনে তাঁকে থাপ্পড় মেরে ছিলেন সরোজ খান। শুক্রবার সরোজ খানের মৃত্যুর পর সেই দিনটি উঠে এল। এই দিনে সরোজ খানের মৃত্যুর পরে শাহরুখ তাঁকে একজন ‘সত্যিকারের শিক্ষক’ হিসাবে বর্ণনা করেছিলেন।

২০১৮ সালে টেলিগ্রাফকে দেওয়া সাক্ষাৎকারে শাহরুখ বলেছিলেন, ”আমার ক্যারিয়ারের শুরুটি এখনও মনে আছে। আমি তখন দিনে তিনবার কাজ করছিলাম। আমি সরোজিকে বলেছিলাম, আমি এত কাজ চাপে আমি হারিয়ে ফেলেছি সবকিছু। সে আমাকে গালে চড় মারল (যদিও সে তা ভালবাসে)। এবং  বললেন, কখনও বলবেন না যে অনেক কাজ  তার এই ভালবাসার আচরণে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। যত কাজই হোক না কেন, কোনও চাপ নেই নাহ। ”

শুক্রবার সরোজ খানের মৃত্যুতে নিজের টুইটার হ্যান্ডেলে শাহরুখ লেখেন, ”চলচ্চিত্র জগতের আমার প্রথম এবংপ্রকৃত শিক্ষক ছিলেন সারোজ খান। তিনি আমাকে শিখিয়েছিলেন কীভাবে ঘন্টার পর ঘন্টা নাচে ডাইভিং কাটাতে হয়। তিনি যত্ন সহকারে, ভালবাসার সাথে শিখিয়েছিলেন। সরোজজি সর্বদা আমার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আল্লাহ তার আত্মার শান্তি দান করুন। আমাকে এভাবে তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। ”

প্রসঙ্গত, অনেকেই হয়ত জানেননা দুহাত ছড়িয়ে শাহরুখের আইকনিক পোজ কিং খানকে শিখিয়েছিলেন সরোজ খান। এক সাক্ষাৎকারে সরোজ খান বলেন, ”মরিশাসে যখন বাজিগরের শ্যুটিং হচ্ছে, তখন একটি দৃশ্যে শাহরুখকে আকাশের নিচে দাঁড়িয়ে দুহাত ছড়িয়ে দিতে দেখা যায়। তারপর জামা খুলে বুকে লেখা নামটি ও দেখায়। এই পোজ আমিই ওকে শিখিয়েছিলাম।”

প্রসঙ্গত, শুধু শাহরুখই নন, শ্রীদেবী, মাধুরী থেকে কাজল, ঐশ্বর্য বলিউডের বহু তারকাই সরোজ খানের হাতে তৈরি। আর তাই তো তিনি আজ সকলের প্রিয় ‘মাস্টারজি’।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন