শিরোনাম

প্রচ্ছদ /   আত্মহ’ত্যার আগে শেষেবার গুগলে কি লিখে সার্চ করেছিলেন সুশান্ত জানালো মুম্বাই পুলিশ

আত্মহ’ত্যার আগে শেষেবার গুগলে কি লিখে সার্চ করেছিলেন সুশান্ত জানালো মুম্বাই পুলিশ

Avatar

শনিবার, জুলাই ৪, ২০২০

প্রিন্ট করুন

বলিউড পাড়ায় সব আলোচনা-সমালোচনা যেন ছাপিয়ে গেছে সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। তার এই অকাল মৃত্যুর রহস্যের ধুম্রজাল ভেদ করতে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে ভারতের গোয়ান্দা বিভাগগুলো। কাদের রোষানলে পড়েছিলেন সুশান্ত?

কিংবা তার আত্মহত্যার মূল কারনই বা কী ছিল? এসকল প্রশ্নের উত্তরের খোঁজে নেমেছে তদন্তকারী সংস্থা। একাধিক তারকারাও দায়ি করছেন করন, সালমান কিংবা মহেশ ভাটের মত ব্যক্তিদের।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু রহস্য যত দিন যাচ্ছে তত বেশি জোরালো হচ্ছে। এবার মুম্বই পুলিশের হাতে এল আরেক গুরুত্বপূর্ণ তথ্য। যা কিনা এই মামলার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করতে পারে। সূত্রের খবর অনুযায়ী মুম্বই পুলিশের হাতে এসেছে প্রয়াত অভিনেতার ফরেনসিক রিপোর্ট। সেই রিপোর্টে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। মৃত্যুর আগে সুশান্ত গুগলে নিজেকেও সার্চ করেছিলেন।

হ্যাঁ, ঠিক পড়ছেন। মৃত্যুর আগে ১০ টা ১৫ নাগাদ সুশান্ত গুগলে নিজের নাম সার্চ করেন। ফোনের সার্চ হিস্ট্রি বলছে সুশান্ত গুগলে ‘সুশান্ত সিং রাজপূত’ টাইপ করেন। আর নিজের সম্পর্কে বেশ কিছু আর্টিকেল ও নিউজ পড়েন। সুশান্ত নিজের ভাবমূতি নষ্ট হচ্ছে কিনা তাই নিয়ে সবসময় সতর্ক থাকতেন। সংবাদমাধ্যম এবং ম্যাগাজিনে প্রকাশিত নিজের সম্পর্কে লেখা আর্টিকেল নিয়ে প্রায় আলোচনা করতেন।

প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের ভিসেরা রিপোর্ট আসল পুলিশের হাতে। তবে এই রিপোর্টেও কোনো সন্দেহজনক কিছু নেই। ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্টেও সন্ধেহজনক কিছুই পাওয়া যায়নি। অভিনেতার মৃত্যু নিয়ে অনেকের মধ্যেই জল্পনা রয়েছে। কেউ কেউ বলছেন যে সুশান্তের মত প্রতিভাবান একজন অভিনেতা কিছুতেই আত্মহত্যা করতে পারেন না। তাঁকে খুন করা হয়েছে।

কিন্তু মুম্বই পুলিশ তদন্ত করে সেরকম কিছুই পাননি। দুবার তাঁর ময়নাতদন্তের রিপোর্ট আসে। আর দুবারই আত্মহত্যার তথ্য সামনে এসেছে। প্রথমবার ৩ জন চিকিৎসক ও দ্বিতীয়বার ৫ জন চিকিৎসক রিপোর্টে সই করেছেন। রিপোর্টে বলা হয়েছে, গলায় ফাঁস লাগার কারণেই শ্বাসরোধ হয়ে অভিনেতার মৃত্যু হয়েছে। তাঁর শরীরে কোনো আঘাতের চিহ্ন মেলেনি। এমনকি তাঁর নখ ও পরিষ্কার ছিল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন