সদ্য প্রয়াত বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা নিয়ে একের পর সমালোচনার মুখে পড়ছেন পরিচালক মহেশ ভাট। সুশান্তের আত্মহত্যার পেছনে অনেকেই সরাসরি দায়ী করছেন মহেশকে। যদিও তদন্ত শেষ না করে সরাসরি কিছুই বলা যাচ্ছে না।
সুশান্তের সর্বশেষ ছবি ‘দিল বেচারা’ অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেয়ার কথা রয়েছে। তবে সেখানেই সমালোচনার শিকার হয়েছেন মহেশ। সুশান্তের ছবিটি মুক্তির কাছাকাছি সময়েই মহেশের পরিচালিত ‘সড়ক-টু’ ছবিটি একই প্ল্যাটফর্মে মুক্তি মুক্তি দিতে যাচ্ছে। তবে এসব বিতর্কে ছাপিয়ে গেছে নতুন বিতর্ক।
সঞ্জয় দত্ত ও পূজা ভাট অভিনীত এই ছবিটির পোস্টার নিয়েই মূলত নতুন বিতর্কটি শুরু হয়েছে। ‘সড়ক-টু’ এর পোস্টার দেখেই ক্ষোভে ফুঁসছেন হিন্দু ধর্মাবলম্বিরা। তাদের মতে ছবিটির পোস্টারে কৈলাস পর্বতকে যেভাবে উপস্থাপন করা হয়েছে বাস্তবের সাথে সেটার আদতে কোনো মিলই নেই। ফলে এহেন কাণ্ডকে ধর্মীয় অবমাননার সামিল বলেই আখ্যা দিচ্ছেন অনেকে।
‘সড়ক-টু’ নিয়ে অবশ্য সমালোচনার শেষ এখানেই নয়। সুশান্তের মৃত্যুর পর নেটিজেনরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বেশ আগে থেকেই। ‘’স্টার কিড আলিয়া এবং সুশান্ত-খুনি মহেশ ভাট বয়কট’’ এই ব্যানারে আন্দোলন চলছে বেশ কিছুদিন ধরেই। তবে ধর্মী অবমাননার ব্যাপারটি যখন সামনে এসেছে তাই নতুনভাবে আইনি জটিলতায় পড়তে হল মহেশকে।
সিকান্দারপুরের আচার্য চন্দ্র কিশোর পরাশর নামের এক ব্যক্তি ভারতীয় দণ্ডবিধি ২৯৫ এবং ১২০-বি ধারায় ‘সড়ক-টু’ এর বিরুদ্ধে মামলা করেছেন। চন্দ্র কিশোরের আইনজীবী সোনো কুমার জানান হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পবিত্র স্থান কৈলাস পর্বতকে নিয়ে ঠাট্টা করেছে ফিল্ম কর্তৃপক্ষ।
তিনি বলেন, ‘’কৈলাস পর্বতে ভগবান শিবের বসবাস। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র স্থান হল এটি। কৈলাস পর্বতের ছবি নিয়ে কীভাবে ঠাট্টা করতে পারে ফিল্ম কর্তৃপক্ষ?’’
‘সড়ক-টু’ ছবির বিরুদ্ধে একের পর এক এমন বিতর্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটা বলে দেবে সময়ই। পাশাপাশি এই ছবিটির জনপ্রিয়তা নিয়েও যে প্রশ্ন উঠতে পারে সেটাও জলের মতই পরিষ্কার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন