শিরোনাম

প্রচ্ছদ /   তদন্ত থামাতে সুশান্তের বোনকে উড়িয়ে দিতে চান সালমান ফাঁস হলো নতুন রহস্য

তদন্ত থামাতে সুশান্তের বোনকে উড়িয়ে দিতে চান সালমান ফাঁস হলো নতুন রহস্য

Avatar

শুক্রবার, জুলাই ৩, ২০২০

প্রিন্ট করুন

১৪ ই জুন রবিবার সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ তার বান্দ্রার বাড়িতে পাওয়া যায়। গৃহকর্মী তাকে প্রথমে দেখে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে ৩৪ বছর বয়সী এই অভিনেতা কিছুদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন। তবে দেশবাসী এই তত্ত্বটি মানতে চান না। তাদের অভিযোগ, সুশান্তকে পূর্বঘোষিতভাবে হত্যা করা হয়েছিল।

সুশান্তের মৃত্যুর তদন্তে পুলিশ ইতিমধ্যে ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। সুশান্তের ঘনিষ্ঠ বন্ধু রিয়াকে টানা ১১ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। আজ সঞ্জয় লীলা ভনসালির মতো প্রভাবশালী পরিচালককে ডেকে আনা হয়েছে। এদিকে, সুশান্তের পরিবার অভিযোগ করেছেন যে সালমান খান তদন্তকে বাধা দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।

সুশান্তের বোন শ্বেতা সিং এর শ্বশুর দেবেশ নারায়ন টুইটারে প্রধানমন্ত্রী, উদ্ধব ঠাকরে সহ দেশের বেশ কিছু ক্ষমতাসীন ব্যক্তিকে ট্যাগ করে টুইট করেন৷ টুইটে তিনি সরাসরি সালমান খানের বিরুদ্ধে অভিযোগ করেন যে তার পুত্রবধুর গাড়ি উড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন সালমান খান। কিন্তু রহস্যজনক ভাবে উধাও হয়ে যায় সেই টুইটটি। যা নিয়ে প্রশ্ন তুলছেন সুশান্ত ভক্তরা।

মৃত্যুর দুই সপ্তাহ পরেও এখনো কাটেনি সুশান্ত মৃত্যুর জটিলতা। যেভাবে একের পর এক চমকে দেওয়ার মত তথ্য ও দাবি উঠে আসছে তাতে এই রহস্য আরো ঘনীভূত হবে বলেই মনে করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন