ভারতবর্ষের সৌন্দর্য্যের প্রেমে পড়বে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। চীনের হিউয়েন সাং কিংবা আল বিরুনি অথবা মার্কো পোলো যাদের কথাই বলা হোক না কেন ভারতের অপরূপ সৌন্দর্য্য থেকে যে তারা মুখ ফিরিয়ে নিতে পারেননি ইতিহাস ঘাটলে এমন ভূরি ভূরি তথ্য পাওয়া যায়। তবে বদলেছে সময়, যাথে প্রকৃতিও সেজেছে নতুন সাজে। তাইতো ভারতের পর্যটন খাতের চিত্রও পাল্টেছে।
ভারতের মধ্যে সৌন্দর্য্যের জন্য আগে থেকেই বেশ নামডাক রয়েছে হিমাচল প্রদেশের। যে সকল পর্যটকরা অ্যাডভেঞ্চারের আনন্দ গায়ে মাখতে চান তাদের অন্যতম পছন্দের স্থান হল হিমাচল। ভারতের এই প্রদেশটির পার্বতী নামে একটি নদীর তীরে গড়ে উঠেছে কসোল গ্রাম।
মূলত ২০১৪ সাল থেকেই এই গ্রামটিতে অ্যাডভেঞ্চারপ্রেমি পর্যটকরা আসতে শুরু করে। ফলে তাদের জনপ্রিয়তার তালিকায় উপরের দিকেই রয়েছে হিমাচলের এই গ্রামটি। কিন্তু কী আছেন এই গ্রামে? যার কারনে মিনি ইজরাইল হিসেবে পরিচিতি লাভ করেছে স্থানটি?
ভারতের অন্যান্য পর্যটন স্থান থেকে তুলনামূলক নিরবিলি জায়গা হিসেবে চিহ্নিত কসোল। ফলে পর্যটকরা যেন একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন এই স্থানে ভ্রমণ করতে। তবে বিপত্তিও বেধেছিল একবার। স্থানীয় কিছু যুবক এক বিদেশি নারী পর্যটককে উত্তক্ত করার কারনে সেই গ্রামে এখন স্থানীয় পুরুষদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা। তাই সহসাই কোনো স্থানীয় পুরুষ চাইলেই সেখানে প্রবেশ করতে পারে না।
অন্যদিকে এই গ্রামের পরতে পরতে যেন রয়েছে ইজরাইলি ছোঁয়া। খাবার থেকে শুরু করে অন্যান্য সকল কিছুই যেন ইজরাইলিদের ব্যবহারের জন্যই তৈরি করা হয়েছে। অন্যান্য দেশের থেকে সংখ্যায় অনেক বেশি ইজরাইলি পর্যটককে দেখা যায় এখানে বেড়াতে আসতে। জানা যায় ইজরাইলের যুবক কিংবা যুবতি সকলকেই মিলিটারি ট্রেনিং নিতে হয়। ফলে সেই ক্লান্তি দূর করার জন্যই ভ্রমণের জন্য প্রথম পছন্দ ভারতের হিমাচল প্রদেশের এই কসোল গ্রামটি।
ইজরাইলি পর্যটকদের এই আনাগোনাকে কেন্দ্র করে এখানে গড়ে উঠেছে বেশ কিছু ছোটখাটো শিল্প। যেগুলোতে মূলত পন্য তৈরি করা হয় ইজরাইলের পর্যটকদের জন্যই।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন