শিরোনাম

প্রচ্ছদ /   তিন মাস সলমনের বাগান বাড়িতে কি করছিলেন জানালেন জ্যাকুলিন

তিন মাস সলমনের বাগান বাড়িতে কি করছিলেন জানালেন জ্যাকুলিন

Avatar

বুধবার, জুলাই ১, ২০২০

প্রিন্ট করুন

করোনার কারনে বলিউড পাড়ায় আপাতত নেই কোনো ব্যস্ততা। স্থবির এই সময়টাতে বলিউডের অভিনেতা-অভিনেত্রীরা যে অলস সময় পার করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। বলিউডের ভাইজান খ্যাত সালমান খান লকডাউনের এই সময়টা পার করেছেন পরিবারের সাথে নিজের বাগানবাড়িতে।

আর সেখানে তার সঙ্গী হয়েছেন সম্প্রতি বড়লোকের বেটি গান দিয়ে নতুন করে আলোচনায় আসা জ্যাকলিন ফার্নান্দেজ।

গণমাধ্যমের খবর অনুযায়ী তিন মাস ধরেই সালমানের বাড়িতে অবস্থান করছেন জ্যাকলিন। সালমানের পরিবারের সাথে এই লঙ্কান তরুণীর ঘনিষ্ঠতার খবর চাউর হয়েছিল বেশ আগে থেকেই। তাই হরহামাশাই তার বাড়িতে আসা-যাওয়া করতেন তিনি। কিন্তু তাই বলে টানা তিন মাস কেন সালমানের বাগানবাড়িতে সময় কাটালেন জ্যাকলিন?

জানা যায়, অর্পিতা খান শর্মার ছেলে আয়ূষের জন্মদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করেই সালমানের পানভেলের বাগানবাড়িতে যান জ্যাকলিন। তবে এরপর লকডাউন শুরু হয়ে গেলে সেখানেই থেকে আর বের হতে পারেননি তিনি। দীর্ঘ তিন মাস সময় কাটানোর মধ্যে ভাইজান খ্যাত সালমানের সাথে একটি মিউজিক ভিডিওর কাজও ইতোমধ্যে শেষ করেছেন বলে জানা গেছে। যদিও সেটি এখনও প্রকাশ পায়নি।

এদিকে জ্যাকলিন সালমানের বাগানবাড়ি ত্যাগ করার কারন হিসবে জানা গেছে, তার কাছের এক বন্ধুকে সাহায্য করতেই সালমানের বাড়ি ছেড়ে মুম্বাইয়ে পা রেখেছেন। ফলে সালমানের পরিবারের সাথে দীর্ঘ সময় কাটানোর পর সেই মায়ার বাধন ছিড়ে তাকে ফিরতে হয়েছে মুম্বাইয়ে।

মুম্বাইয়ে ফিরলেও খুব সহসাই যে শ্যুটিংয়ে যোগ দিতে পারছেন না তিনি সেটাও নিশ্চিত। কেননা ভারতে করোনা দিন দিন হু হু করে আক্রমণ বাড়াচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি মৃত্যুর সংখ্যাও বাড়ছে। তাই নিজের জীবনের ঝুঁকি নিয়ে কেনই বা ছবির শ্যুটিংয়ে যাবেন তিনি।

তবে সীমিত পরিসরে ছবির শ্যুটিং শুরু করেছে বলি পাড়ার একাধিক অভিনেতা-অভিনেত্রীরা। তাই শেষ পর্যন্ত ‘বড়লোকের বেটি’ কোন পথ বেছে নেয় সেটা নির্ভর করছে সম্পূর্ণ তার নিজেরই উপর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন