সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সঙ্গে বারবার নাম জড়িয়ে যাচ্ছে রিয়া চক্রবর্তী ও মহেশ ভাটের নাম। রিয়া ছিলেন সুশান্তের প্রেমিকা খুব শীঘ্রই তাদের বিয়ে হওয়ার কথাও ছিল। এবার রিয়া পাশে দাঁড়াতে দেখা গেল তার মা কে। তার বক্তব্য বিশেষ বান্ধবী হয়ে রিয়া সুশান্তের জীবনে আসে। এরপর তাদের প্রেমের সম্পর্ক গাঢ় হয়। সুশান্তের মানসিক সমস্যা কাটিয়ে উঠতে তাকে প্রচুর সাহায্য করেছিলেন রিয়া।
রিয়ার মা সুহিত্ৰা দেবীর এহেন বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। স্বভাবতই প্রশ্ন ওঠে ছুটে আসে তার দিকে তাহলে মহেশ ভাট এর সাথে রিয়ার কি সম্পর্ক ছিল? এর উত্তরে তিনি জানান সুশান্ত প্রচণ্ড মানসিক অবসাদে ভুগছিলেন চিকিৎসা চলছিল এই সময় মহেশ ভাটকে উপদেষ্টা হিসাবে পাশে পান রিয়া। মহেশ তাকে পরামর্শ দেন ওই অবস্থায় সুশান্ত কে ছেড়ে চলে আসার জন্য।
যদিও এই উত্তরে চিড়ে ভেজে নিয়ে একেবারেই।রিয়ার সঙ্গে ঘনিষ্ঠ ছবিগুলি একের পর এক তুলে এনে মন্তব্যের ঝড় তুলে দেয় সমালোচকরা। ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট করে রিয়ার মা জানান সুশান্তকে সারিয়ে তোলার প্রচুর চেষ্টা করেছিলেন রিয়া, সেকারণেই মহেশ ভাটের অফিসে এসে বারবার পরামর্শ নিয়েছেন তার মেয়ে।
কিন্তু আসল টুইস্ট অন্য জায়গায়। এই পোস্টটি করা হয়েছিল সুশান্তের মৃত্যুর ঠিক পরপরই। প্রশ্ন এটাই তবে কি তার মা আগেই বুঝে গিয়েছিলেন যে সন্দেহের তীর তাদের দিকেই আসতে পারে। আবার শোনা যাচ্ছে এই মহিলা আসলেই রিয়ার মা নন মহেশ ভাটের ফিল্মসের এক কর্মী। তবে পোস্ট মারফত এই দুটি বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে যে রিয়া সুশান্তের ব্যাপারে মহেশ এর কাছে পরামর্শ নিতেন দুই মহেশ বলেছিলেন সুশান্তকে ছেড়ে দিতে।
সুশান্ত কোনো সমস্যায় পড়লে রিয়া কীভাবে মহেশ ভাটের কাছে পরামর্শের জন্য ছুটে যেতেন। সুরিতা মন্তব্য করেছেন যে, সুশান্তকে দেখে এবং তাঁর সমস্যা বুঝে মহেশ ভাট সাব বুঝতে পারেন, ‘কাই পো চে’ অভিনেতার সমস্যার সঙ্গে পারভিন ববির অনেকটাই মিল রয়েছে এবং সেই কারণেই মহেশ ভাট সুশান্তের কাছ থেকে সরে আসার জন্য রিয়াকে পরামর্শ দিয়েছিলেন।
পাশাপাশি সুরিতা রিয়াকে পরামর্শ দেন, কঠিন সময়ে রিয়া যেন মনের দিক থেকে শক্ত থাকেন। তবে সুরিতা দাসের এই পোস্টের পর নেটিজেনরা আরও বেশি করে মহেশ ভাট এবং রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে শুরু করেছেন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন