অ’ভিনেতা সু’শান্ত সিংয়ের আ’ত্ম’হ’ত্যার পর করণ জোহর, সালমান খান, সঞ্জয়লীলা বানসালিসহ আরও কয়েকজনের তারকার দিকে উঠেছে অ’ভিযোগের আঙুল। এবার সেই তালিকায় যু’ক্ত হয়েছে শাহরুখ খানের নামটি। করণ জোহর ও বলিউডের এই তারকার বি’রুদ্ধে মি’থ্যে আশা দেওয়ার অ’ভিযোগ তুলেছেন প্রয়াত অ’ভিনেতা ইন্দর কুমা’রের স্ত্রী’ পল্লবী। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন পল্লবী।
করণ জোহরের বি’রুদ্ধে অ’ভিযোগ তুলে পল্লবী তার ইনস্টাগ্রামে লিখেছেন- “ওই সময়টাতেও স্বজনপ্রীতি নিয়ে চর্চা চলছিলো। ঠিক এখন যেমনটি হচ্ছে, সু’শান্ত সিংয়ের আ’ত্ম’হ’ত্যার পর। প্রয়াত এই তারকার মতো আমা’র স্বামী ইন্দর কুমা’রও তার নিজের যোগ্যতায় তারকা বনেছিলেন। আমা’র মনে আছে, তার মৃ’ত্যুর আগে তিনি কাজের জন্য দু’জন বড় তারকার কাছে গিয়েছিলেন।
তাদের মধ্যে একজন ছিলেন করণ জোহর। আমিও ছিলাম সেসময়। দুই ঘণ্টা তার ভ্যানিটি ভ্যানের সামনে অ’পেক্ষা করেছিলাম। পরে তার ম্যানেজার গরিমা এসে জানান, করণ খুব ব্যস্ত রয়েছেন। কিন্তু তবুও আম’রা তার জন্য অ’পেক্ষা করেছি। বাহিরে আসার পর তিনি ইন্দরকে বলেন, গরিমা’র সঙ্গে যোগাযোগ রাখতে। ইন্দর টানা ১৫ দিন তার সঙ্গে যোগাযোগ করেছিলো। একদিন ফোন দেওয়ার পর গরিমা বলেন, এই মুহূর্তে কোন কাজ নেই। এরপর ইন্দরের নাম্বারটি ব্লক করে দেওয়া হয়।”
শাহরুখ খানের বি’রুদ্ধে একই অ’ভিযোগ এনে পল্লবী লিখেছেন- “করণ জোহরের মতো একই আচরণ করেছেন সুপারস্টার শাহরুখ খানও। ‘জিরো’ ছবির সেটে কিং খানের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইন্দর। সেসময় তিনি তাকে বলেছিলেন, এই মুহূর্তে কোন কাজ নেই ইন্দর যেনো এক সপ্তাহ পড়ে দেখা করে এবং তার ম্যানেজার পূজার সঙ্গে যোগাযোগ রাখে। করণের ম্যানেজার গরিমা’র মতো পূজাও একই কাজ করেছেন। কিন্তু আপনারা কী’ কেউ বিশ্বা’স করতে পারবেন যে এটা বড় দুটি প্রোডাকশন হাউসে কোন কাজ ছিলো না। আর করণ তো প্রকাশ্যেই বলেন, তিনি তারকাদের ছাড়া কাজ করেন না। যাই হোক আমা’র স্বামীও তারকা ছিলেন। তার কাজের মধ্যে মানুষ আজও তাকে মনে রেখেছেন।”
স্বজনপ্রীতির বি’রুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে পল্লবী বলেন, “প্রতিভাবান তারকাদের সাহায্য করতে তাদের সমস্যাটা কোথায়? কি নিয়ে ভ’য় পায় তারা? নাকি আম’রা বলবো তারা ভালো মানুষ নন। শুধু সকলের সামনে ভালো থাকার অ’ভিনয় করেন। স্বজনপ্রীতি বন্ধ করা দরকার। এর জন্য মানুষ মা’রা যাচ্ছে। সরকারের উচিত এর বি’রুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা।”
১৯৯৬ সালে ‘মাসুম’ ছবির মধ্য দিয়ে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ইন্দর কুমা’র। ৯০ দশকের জনপ্রিয় অ’ভিনেতাদের মধ্যে তিনিও ছিলেন একজন। ২০১৭ সালে হৃদরোগে আ’ক্রান্ত হয়ে মা’রা যান এই তারকা।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন