শিরোনাম

প্রচ্ছদ /   ট্রেন চলাচলে নতুন সিদ্ধান্ত জানালো মন্ত্রক

ট্রেন চলাচলে নতুন সিদ্ধান্ত জানালো মন্ত্রক

Avatar

শুক্রবার, জুন ২৬, ২০২০

প্রিন্ট করুন

করোনা ত্রাসে ক্ষতিগ্রস্ত গোটাদেশ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা পাঁচ লাখ ছুঁতে আর কিছু সময়ের অপেক্ষা। দেশজুড়ে মৃত্যুর সংখ্যাও প্রায় ১৫ হাজারের কাছাকাছি।

গত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড সংখ্যক সংক্রমন ঘটেছে। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয়েছে ১৬, ৯২২ জন। সংক্রমনের নিরিখে গোটা বিশ্বে ভারতের স্থান চতুর্থ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল এবং রাশিয়ার পরেই রয়েছে ভারতের স্থান। আর এই পরিস্থিতিতে দেশে ট্রেন পরিষেবা চালু করা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল।

করোনার জেরে আগামী ১ জুলাই থেকে ১২ অগস্ট পর্যন্ত সমস্ত সাধারণ যাত্রিবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলো ভারতীয় রেল কর্তৃপক্ষ। গতকাল সন্ধ্যায় এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় রেল। কিন্তু সময় মতো দেশজুড়ে সমস্ত স্পেশ্যাল রাজধানী, মেইল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। এই করোনা পরিস্থিতিতে চালু করা ২৩০ টি বিশেষ ট্রেন সময় মতোই চলবে।

গতকাল একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘আগামী ১২ অগস্ট পর্যন্ত মেইল এবং এক্সপ্রেস, প্যাসেঞ্জার এবং লোকাল ট্রেন-সহ সমস্ত সাধারণ যাত্রিবাহী ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ সেই সঙ্গে জানানো হয়েছে, আগামী ১ জুলাই থেকে ১২ আগস্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা ট্রেনের টিকিট কেটেছেন, তা বাতিল হবে। কিন্তু তাদেরকে সমস্ত টাকা ফেরত দেওয়া হবে বলে, জানিয়েছে ভারতীয় রেল কর্তৃপক্ষ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন