করোনা ভাইরাসের আতঙ্কে জেরবার গোটাদেশ। বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের সংখ্যা ৫ লাখ ছুঁতে আর কিছু সময়ের অপেক্ষা। এরমধ্যেই নতুন রুপে ধরা দিলো করোনা ভাইরাস। কোনও রকম উপসর্গ ছাড়াই হঠাৎ করেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হচ্ছে মানুষের।
স্বল্প উপসর্গ দেখা দেওয়ার পর পরীক্ষা করে করোনা ধরা পড়াই মৃত্যু হচ্ছে বেশকিছু মানুষের। এক্ষেত্রে আক্রান্তের চিকিত্সা করার কোনো ধরনের সুযোগই পাচ্ছেন না ডাক্তররা।
জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে এই ধরনের ঘটনার সংখ্যা অনেক বেশি। বিজয়ওয়াড়ার এক চিকিত্সকের এই ভাবেই মৃত্যু হয়েছে। হঠাত্ করেই তার শ্বাসকষ্ট শুরু হয়। এক্সরে করা হয়, এক্সরে তে তেমন কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি।
তারপরেই তাকে করোনা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছনোর কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় এই চিকিৎসকের। ঠিক এইভাবেই অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। অনুমান করা হচ্ছে, ওই ব্যক্তি অন্তত ২০০ জনকে করোনা ভাইরাসে সংক্রামিত করেছেন। করোনা হাসপাতালে ভর্তি হওয়ার আধঘণ্টা পরেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে।
এই ধরনের উপসর্গহীনের ফলে রক্তে থাকা অক্সিজেনের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে বলে, জানিয়েছেন চিকিৎসকরা। অন্ধ্রপ্রদেশের সেভেন হিলস হাসপাতালের ডাক্তার ভামসি কৃষ্ণা জানিয়েছেন, যে ব্যক্তি করোনা আক্রান্ত হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতার ওপরেই সুস্থতার হার নির্ভর করবে। ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলেও অনেক ক্ষেত্রে কোনও উপসর্গ দেখা যায় না।
যখন স্বল্প উপসর্গ দেখা দেয় , ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। করোনার এই নয়া ট্রেন্ড দেশজুড়ে আতঙ্কের সৃষ্টি করেছে। উপসর্গই যদি না দেখা দেয়, তাহলে কিভাবে চিকিত্সা করবে ডাক্তাররা।
স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী বলেন যেভাবেই হোক আক্রান্তদের মৃত্যুহার কমাতে হবে। আর এই কারণেই হাসপাতালে সঠিক সময়ে রোগী ভর্তির বিষয়টি নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি একজন গুরুতর অসুস্থ করোনা রোগীর চিকিৎসার জন্য আলাদা টিম তৈরি করার নির্দেশ দেয়া হয়েছে। এমনকি মৃত্যু হলেও তার কারণ খতিয়ে দেখা হবে। প্রতিটি ঘটনাই ধরে ধরে কারণ খুঁজে বের করার চেষ্টা করা হবে। আশা করা যায় এতে মৃত্যুর হার অনেকটাই কমবে।
সোমবারে এই রিভিউয়ের কাজ শুরু করেছে স্বাস্থ্য ভবনের বিশেষ দল। মঙ্গলবার ডিস্ক ও সঞ্জীবন কোভিড হাসপাতালে কোভিড হাসপাতালে করোনা আক্রান্তর মৃত্যুর খবর পেয়ে রিভিউ করতে যান স্বাস্থ্য দপ্তরের ওই ডেথ রিভিউ টিমের সদস্যরা। এমআর বাঙুর হাসপাতাল এ করোনা রোগীদের মৃত্যুর হার হঠাৎ বেড়ে যাওয়ায় সেখানেও একটি কুইক রেসপন্স টিম তৈরি করার নির্দেশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিকর্তা জানিয়েছেন ওই টিমের নজরদারির ফলে কোভিড আক্রান্তের মৃত্যুর হার আশানুরূপভাবে কমে এসেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন