শিরোনাম

প্রচ্ছদ /   সুশান্তের আত্মহ’ত্যা নাকি তাকে খু’ন হয়েছে জানালেন রূপা গঙ্গোপাধ্যায়

সুশান্তের আত্মহ’ত্যা নাকি তাকে খু’ন হয়েছে জানালেন রূপা গঙ্গোপাধ্যায়

Avatar

বুধবার, জুন ২৪, ২০২০

প্রিন্ট করুন

অ’ভিনেতা সুশান্ত সিংহের মৃ’ত্যুর ঘটনায় সিবিআই ত’দন্তের দাবি জানালেন বিজেপি-র রাজ্যসভা’র সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এই অ’ভিনেত্রীর ট্যুইট, ‘কী’ভাবে এরকম একটি উজ্জ্বল মন মেধাবী ব্যক্তিদের মতো কাজ করার বদলে বিকল্প পথ বেছে নিল, সেটা ভেবে আমি বিচলিত। বাধা পেরিয়েই তো এগিয়ে যেতে হয়। ওর এই পরিণতির জন্য অনেকজনকে জবাবদিহি করতে হবে।’

পরের ট্যুইটে রূপা লিখেছেন, ‘এরকম একজন ইতিবাচক ব্যক্তি এই পদক্ষেপ নিতে পারে, এটা নিয়ে না ভেবে আম’রা কি একজন শিল্পীর আত্মহ’ত্যা নিয়ে বেশি আলোচনা করছি?’

পরবর্তী ট্যুইটে রূপা লিখেছেন, ‘পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়াই বুদ্ধিমত্তা। আম’রা কি করে দায় এড়িয়ে একটি উজ্জ্বল মনের অধিকারী ব্যক্তির এভাবে চলে যাওয়া মেনে নিচ্ছি? আমা’র অবিশ্বা’স বাস্তবকে ছাপিয়ে যাচ্ছে। তাই প্রশ্নের উত্তর দিতেই হবে।’ এরপর একাধিক নথি দিয়ে রূপা দাবি করেছেন, সুশান্তের আত্মহ’ত্যা নিয়ে স’ন্দেহ রয়েছে। হয়তো তাঁকে খু’ন করা হয়েছে। সেই কারণেই তিনি সিবিআই ত’দন্তের দাবি জানিয়েছেন।

মুম্বই পু’লিশ ইতিমধ্যেই সুশান্তের মৃ’ত্যুর ঘটনার ত’দন্ত শুরু করেছে। প্রয়াত অ’ভিনেতার বান্ধবী রিয়া চক্রবর্তী সহ বেশ কয়েকজনকে জেরাও করা হয়েছে। পাশাপাশি অনেকে সুশান্তের মৃ’ত্যুর জন্য বলিউডের স্বজনপোষণকেও দায়ী করেছেন।

বিহারের আ’দালতে রিয়ার বি’রুদ্ধে সুশান্তকে আত্মহ’ত্যায় প্র’রোচনা দেওয়ার অ’ভিযোগে মা’মলা দায়ের করা হয়েছে। সলমন খান, কর্ণ জোহরদের বি’রুদ্ধেও একই আ’দালতে মা’মলা দায়ের করা হয়েছে। এই অ’ভিনেতার মৃ’ত্যু বলিউড তারকাদের কার্যকলাপ নিয়ে নতুন প্রশ্ন তুলে দিয়েছে। দেশজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন