শিরোনাম

প্রচ্ছদ /   যে মূল্যে নিলামে উঠছে সাকিবের বিশ্বকাপ কাঁপানো ব্যাট

যে মূল্যে নিলামে উঠছে সাকিবের বিশ্বকাপ কাঁপানো ব্যাট

Avatar

মঙ্গলবার, এপ্রিল ২১, ২০২০

প্রিন্ট করুন

২০১৯ বিশ্বকাপে স্বপ্নের ফর্মে ছিলেন সাকিব। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ২ সেঞ্চুরি ৫ ফিফটিতে ৬০৬ রান করেছিলেন তিনি। পুরো বিশ্বকাপে এসজি ব্র্যান্ডের একটি ব্যাটই ব্যবহার করেছিলেন এই অলরাউন্ডার। এবার সেই ব্যাট নিলামে তুলছেন তিনি।

মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় অসহায়দের পাশে দাঁড়াতে এই ব্যাটটি নিলামে তোলার ঘোষোণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। ‘অকশন ফর একশন’ নামের একটি পেজ থেকে ব্যাটটি নিলামে তোলা হবে।

নিলামের সময় নির্ধারণ করা হয়েছে বুধবার বাংলাদেশ সময় রাত ১০টা। আগ্রহী ক্রিকেট প্রেমি এবং খেলা পাগলদের এই নিলামে অংশ নেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।

এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘একটা তথ্য আমি জানাতে চাই আমার ভক্তদের। ২০১৯ বিশ্বকাপে যে ব্যাটটি ব্যবহার করেছি। আমি পুরো আসরে একটি ব্যাটই টেপ লাগিয়ে লাগিয়ে খেলেছি। আলহামদুলিল্লাহ খুব ভালো একটি বিশ্বকাপ গেছে। যদিও ব্যাটে বলে দুটোতেই ভালো বিশ্বকাপ গিয়েছে।

তবুও মনে করি ব্যাটিংয়ে অসাধারণ পারফম্যান্স ছিল। ওই ব্যাটটা আমি নিলামে তুলছি। আগের লাইভেও বলেছি দিতে পারা যায় কিনা। এটা নিলামে দেয়া হয়েছে। যেটা আগামীকাল রাত ১০টায় অকশন ফর একশন এই পেজ থেকে নিলাম হবে।অন্তত লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশাবাদী।’

সাকিবের আগে ব্যাট নিলামের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের আরও দুই ক্রিকেটার। একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম, আরেকজন মোহাম্মদ আশরাফুল।

এর আগে করোনার প্রভাবে ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য ২০১৯ বিশ্বকাপ ফাইনালের জার্সি নিলামে তুলেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জস বাটলার। অনলাইন নিলামে বাটলারের জার্সি বিক্রি হয়েছে ৬৫ হাজার পাউন্ড অর্থাৎ ৮০ হাজার মার্কিন ডলারে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন