শিরোনাম

প্রচ্ছদ /   জোড়া সুখবর পেল সাকিব

জোড়া সুখবর পেল সাকিব

Avatar

বুধবার, এপ্রিল ১, ২০২০

প্রিন্ট করুন

বর্তমানে চলমান করোনা ভাইরাসের প্রকোপের কারণে পিছিয়ে গেছে ১৩ তম আইপিএল-এর আসর । ভাইরাসটি যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে করে এবারের আসর ভেস্তে যাওয়ার সম্ভাবনাই বেশি । একেবারেই সম্ভব না হলে বিসিসিআই থেকে যেকোনো সময় ঘোষণা আসতে পারে ২০২০ সালের আসর বাতিলের।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, “বর্তমান অবস্থার জন্য যদি কোনভাবে বিশ্বকাপ পিছিয়ে দেয় আইসিসি, তবেই আমরা আইপিএল আয়োজন করতে পারবো। কোনভাবে যদি অক্টোবর-নভেম্বরে আইপিএল আয়োজন করতেই হয় তাহলে এরমাঝে অনেক বিষয় আছে, এটাই হচ্ছে বাস্তব।”

অন্যদিকে আইপিএল পরিচালনা কমিটির আরেক সদস্য নাম প্রকাশ না করা শর্তে জানান, “এই বছর আর আইপিএল হবে না। আগামী বছর হবে। আমরা জানি পুরো দেশের কি অবস্থা, কেউ এই সময়ে ঝুঁকি নেবে না। খেলার মাঠে তো সামাজিক দূরত্ব রাখা সম্ভব না। কাজেই পরের বছর আইপিএল খেলাই হবে ভাল।”

তার ভাষ্যমতে, ২০২১ সালের আইপিএলে থাকবে না কোন নিলাম । বর্তমান স্কোয়াডই খেলাতে পারবে দলগুলো । উল্লেখ্য, এ বছরের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত আইসিসি টি-২০ বিশ্বকাপ হওয়ার কথা আছে অস্ট্রেলিয়ার মাটিতে । তবে তা নিয়েও এখন ধোঁয়াশা করোনা ভাইরাসের কারণে ।

আর এই সব টুর্নামেন্ট পিছিয়ে গেলে মাঠে ফেরার জন্য সাকিব পেয়ে যাবেন যথেষ্ট সময় । কারণ আইসিসি থেকে সাকিবের উপর যে নিষেধাজ্ঞা আছে, তা শেষ হবে ২০২০ সালের ২৯ অক্টোবর ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন