বাংলাদেশ-জিম্বাবুয়ে মধ্যকার একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যাবধানে জয়লাভ করেছে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ইনিংসে ২৬৫ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ৬ উইকেট হারিয়ে ৫৬০ রান করে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
এরপর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯ রানে ২ উইকেট হারিয়ে তৃতীয় দিন শেষ করেছিল জিম্বাবুয়ে। ঢাকা টেস্টের চতুর্থ দিন ব্যাট করছে দলটি।
চতুর্থ দিন সকালেই দুই উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন অধিনায়ক ক্রেইগ আরভিন এবং সিকান্দার রাজা। ৪৩ রান করা আরভিন রান আউট হয়ে ফিরলে এই জুটি ভাঙে। সিকান্দার রাজা ৩৩ এবং টিমিসেন মারুমা ৩ রান নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে।
আগের দিনই ২ উইকেট তুলে নিয়েছিলেন নাঈম হাসান। চতুর্থ দিন বোলিং করতে এসে ১৭ রান করা ব্র্যান্ডন টেলরকে তাইজুলের ক্যাচ বানিয়ে আউট করেন এই তরুণ অফ স্পিনার।টেস্ট ক্রিকেটের দল হিসেবে এটিই বাংলাদেশের দ্বিতীয় সর্বচ্চ জয়, এর আগে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮৪ রান ও ইনিংস ব্যবধানে জিতেছিল বাংলাদেশ
সংক্ষিপ্ত স্কোরঃ
জিম্বাবুয়ে প্রথম ইনিংসঃ ২৬৫/১০ (১০৬.৩ ওভার) (আরভিন ১০৭, মাসভাউরে ৬৪; নাঈম ৪/৭০, রাহি ৪/৭১)
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ৫৬০/৬ (১৫৪ ওভার) (ইনিংস ঘোষণা) (মুশফিক ২০৩*, মুমিনুল ১৩২, শান্ত ৭১, লিটন ৫৩; এনডিলোভু ২/১৭০)
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংসঃ ১৮৯/১০ (৪৮.৩ ওভার) (তাইজুল ৪, নাইম ৫ উইকেট)
ইনিংস ও ১০৬ রানে জয়ী বাংলাদেশ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন