শিরোনাম

প্রচ্ছদ /   হাল ধরতে দলের সাথে যোগ দিলেন বিপিএল কাঁপানো মেহেদী রানা

হাল ধরতে দলের সাথে যোগ দিলেন বিপিএল কাঁপানো মেহেদী রানা

Avatar

বুধবার, ফেব্রুয়ারী ৫, ২০২০

প্রিন্ট করুন

বঙ্গবন্ধু বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠ মাতানো তরুণ পেসার মেহেদী হাসান রানা অবশেষে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলতে চলেছেন। আসরের এক রাউন্ড শেষে তাকে দলভুক্ত করেছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল।

সর্বশেষ বিপিএলে বল হাতে বেশ ছন্দে ছিলেন তরুণ এই পেসার। চট্টগ্রামকে একাধিক জয় এনে দিয়েছেন একক প্রচেষ্টায়। টুর্নামেন্টের বড় অংশজুড়ে ছিলেন সর্বোচ্চ উইকেটশিকারি। চট্টগ্রাম ফাইনালের আগে বাদ পড়ে গেলেও আড়াল হয়নি রানার নৈপুণ্য। মোট ১০টি ম্যাচ খেলে ১৮টি উইকেট শিকার করেছিলেন ২৩ বছর বয়সী বাঁহাতি পেসার।

তবে বিপিএলে এত ভালো পারফরম্যান্সের পরও হতাশ হতে হয়েছিল রানাকে। পাকিস্তান সফরের টি-টোয়েন্টি দলে ডাকা হয় ঢাকার হয়ে খেলা তরুণ পেসার হাসান মাহমুদকে। বিপিএলের পরিসংখ্যানে রানা এগিয়ে থাকায় তাকে দলে না দেখে অবাক হয়েছিলেন অনেকেই।

তবে বিসিএলের অষ্টম আসরের ড্রাফটে নাম ছিল রানার। কিন্তু হতাশ হতে হয় এবারো। বিপিএলে এত ভালো করা সত্ত্বেও বিসিএলের মত মর্যাদাপূর্ণ প্রথম শ্রেণির টুর্নামেন্টে দল পাননি। তবে আসরের এক রাউন্ডের খেলা শেষে রানাকে দলে ভিড়িয়েছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল, যারা বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। সবকিছু ঠিকঠাক থাকলে এই রাউন্ডেই মাঠে নামবেন রানা। ম্যাচে দলটির প্রতিপক্ষ বিসিবি দক্ষিণাঞ্চল। প্রথম রাউন্ডের খেলায় তামিম ইকবাল ও মুমিনুলের হকের দৃঢ়তায় ওয়ালটন মধ্যাঞ্চলকে ইনিংস ও ৯ রানে হারায় পূর্বাঞ্চল।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন