পর্দা উঠেছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল)। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ালটন মধ্যাঞ্চলের মুখোমুখি হয়েছে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চল। প্রথম সেশন শেষে মধ্যাঞ্চলের সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান।
যদিও প্রথম সেশনে খেলা হয়েছে মাত্র ১৬ ওভার। ম্যাচটিতে টসে জিতে মধ্যাঞ্চলকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পূর্বাঞ্চল অধিনায়ক মমিনুল হক। ব্যাটিং করতে নেমে দুই ওপেনার সাইফ হাসান এবং সৌম্য সরকার মিলে দেখে শুনে খেলা শুরু করেন।
সাইফ একপ্রান্ত ধরে খেললেও সৌম্য ধীরে ধীরে নিজের সহজাত ব্যাটিং করতে থাকেন। তবে ১৬তম ওভারে এসে হাসান মাহমুদের বলে ইয়াসির আলি রাব্বির হাতে ক্যাচ দিয়ে বসেন সৌম্য। ৪৭ বলে ৩৬ রান করে বিদায় নেন তিনি। এরপর অধিনায়ক শান্ত এবং সাইফ মিলে প্রথম সেশনের খেলা শেষ করেন।
এ প্রতিবেদন লেখার সময়, ৪ উইকেটে ৯৬ রান সংগ্রহ মধ্যাঞ্চলের।
ওয়ালটন মধ্যাঞ্চলঃ মোহাম্মদ সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হেসেন শান্ত, আরাফাত সানি, শহিদুল ইসলাম, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম মুগ্ধ, জাকের আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, আব্দুল মজিদ, ইফরান হোসেন, সোহরাওয়ার্দী শুভ, মো: শরিফুল ইসলাম, মো: আকবর আলী ও মেহেদি হাসান মিরাজ।
ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলঃ তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন ধ্রুব, মুমিনুল হক, নাঈম হাসান, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, পিনাক ঘোষ, হাসান মাহমুদ, জকির হাসান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, অমিত হাসান, রেজাউর রহমান, তানভির ইসলাম, ইমরান উজ্জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী ও মোহাম্মদ আশরাফুল।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন