পচেফস্ট্রুমে অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তানজিদ হাসান তামিম ও শাহাদাত হাসানের ব্যাটে ভর করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ২৬২ রানের বড় টার্গেট দিয়েছে বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা সাবধানী করে প্রোটিয়ারা। তবুও সাকিব-শরিফুলদের গতির কাছে হার মানতে হয়। পাওয়ারপ্লের শেষ ওভারে ভাঙে ওপেনিং জুটি। কোটালিকে ফিরিয়ে প্রথম উইকেট নেন সাকিব। এরপর দারুণ খেলতে থাকা আরেক ওপেনার বার্ডকে ব্যক্তিগত ৩৫ রানে ফেরান স্পিনার রাকিবুল হাসান।
কিছুক্ষণ বাদেই প্রোটিয়া অধিনায়ক পারসনকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন এই বাহাতি স্পিনার। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে এসে প্রথম বলেই আবারো উইকেট নেন সাকিব।
এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন তামিম ও ইমন। কিন্তু লেগ-বিফোরের ফাঁদে পড়েন ইমন। আউট হওয়ার আগে করেছেন ৪০ বলে ১৭ রান। তারসাথে সাথে রান আউট হয়ে ফিরেন মাহমুদুল।
এরপর অবশ্যই ৫২ বল মোকাবেলায় ৭ চারে অর্ধশতক পূর্ণ করলেন তামিম। চলতি বিশ্বকাপে এটি তার প্রথম অর্ধশতক। তবে ৮৪ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরে যান তামিম। এরপর ১৩০ রানে ৩ উইকেট হারানোর পর তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেনের ব্যাটে দলীয় ২০০ পার করে বড় সংগ্রহের পথে আগাতে থাকে বাংলাদেশ। ১০২ রানের বিশাল এক জুটি গড়েন তারা।
তবে নিজের অর্ধশতক পূরণ করেই ৭৩ বলে ৫১ রান করে ফিরে যান হৃদয়। তবে নিজের অর্ধশতক পূরণ করে বড় শট খেলতে থাকেন শাহাদাত। শেষ পর্যন্ত ৭৬ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসেই শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৬১ রান করে বাংলাদেশ।
সর্বশেষ স্কোরঃ
দক্ষিণ আফ্রিকা অ-১৯ ৭৮/৪ (২৩)
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন