২০২০ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ (আইসিসির ২৩ নভেম্বর ২০১৮ এর মিডিয়া প্রকাশনা অনুযায়ী ২০২০ আইসিসি মহিলা বিশ্ব টুয়েন্টি২০ এর নাম পরিবর্তনের পর হয়ে যাচ্ছে ২০২০ আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপ এবং তৎপরবর্তী এ আসরটির নাম হবে মহিলা টি২০ বিশ্বকাপ হল আইসিসি কর্তৃক আয়োজিত আইসিসি বিশ্ব টুয়েন্টি২০ ক্রিকেট প্রতিযোগিতার সপ্তম আসর।
যেটি অস্ট্রেলিয়ায় ২১ মার্চ থেকে শুরু হয়ে ৮ মার্চ ২০২০ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে বলে প্রাথমিকভাবে যোষনা করা হয়েছে।এটি প্রতিযোগিতার একটি স্বতন্ত্র অংশ হিসেবে পুরুষদের টুর্নামেন্টের ছয় মাস আগে খেকেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অস্ট্রেলিয়ায় ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। এই টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন সালমা খাতুন।
আগামী ২১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া আর ভারতের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্টটি।
বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি এই ভারতেরই বিপক্ষে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৫টায়।
বাংলাদেশ নারী দল : সালমা খাতুন (অধিনায়ক), রুমানা আহমেদ (সহ-অধিনায়ক), জাহানারা আলম, শামীমা সুলতানা, মুরশিদা খাতুন হ্যাপি, আয়েশা রহমান, নিগার সুলতানা জ্যোতি, সানজিদা ইসলাম, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, ফারজানা হক পিঙ্কি, নাহিদা আক্তার, ফাহিমা খাতুন, রিতু মনি, শুভানা মোস্তারি।
স্ট্যান্ডবাই : শায়লা শারমিন, সুরাইয়া আজমিম, লতা মণ্ডল, পূজা চক্রবর্তী, রাবেয়া।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন