নানা সমালোচনার পরও ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের সিদ্ধান্তেই অটল রয়েছে আইসিসি। আর এর কারনে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ডের মতো দলগুলো ভালো খেলেও বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় সুখবর আসছে! ব্রিটিশ গণমাধ্যম ‘টেলিগ্রাফ’-এর এক প্রতিবেদনে এসেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ১৬ দল থেকে ২০ দলে উন্নীত করার চিন্তা করছে আইসিসি।
তবে এই বিশ দলের বিশ্বকাপ চলতি বছর অস্ট্রেলিয়া অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ আর আগামী বছর ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপও থেকে নয়। আগামী ২০২৩-৩১ সালের চক্রে ২০ দল নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা আইসিসির।
দুই বছর পর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসে। তবে ২০১৬ সালের পর ২০১৮ সালে সেটা হয়নি। সেই বিরতি পুষিয়ে নিতে টানা দুই বছর দুটি বিশ্বকাপ হতে যাচ্ছে।
২০২০ সালে অস্ট্রেলিয়ায়, ২০২১ সালে ভারতে। আর তাররপরের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০২৪ সালে। তখন থেকেই ২০ দলের বিশ্বকাপ করার পরিকল্পনা আইসিসির।
টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, আইসিসি মনে করছে টি-টোয়েন্টি ফরমেটটাই এই খেলাটাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়ার সেরা মাধ্যম। এই ফরমেটের মাধ্যমেই ক্রিকেটকে ফুটবল।
বাস্কেটবলের মতো জনপ্রিয় করে তোলা সম্ভব বলে মনে করছে আইসিসি। এদিকে বিশ্বকাপে দল বাড়লে সুযোগ মিলতে পারে নেপাল, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, জার্মানি, নাইজেরিয়ার মতো নতুন দেশগুলোর।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন