শিরোনাম

প্রচ্ছদ /   গেইলকে নিয়ে পরের ম্যাচের জন্য শক্তিশালী একাদশ সাজালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

গেইলকে নিয়ে পরের ম্যাচের জন্য শক্তিশালী একাদশ সাজালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

Avatar

রবিবার, জানুয়ারী ৫, ২০২০

প্রিন্ট করুন

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ফেরিওয়ালা। অথচ বঙ্গবন্ধু বিপিএলে এখনো মাঠে নামা হয়নি ক্রিস গেইলের। অবশেষে ফুরচ্ছে সেই আক্ষেপ। চলতি বিপিএলের শেষ লগ্নে এসে নিজ দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে যোগ দিচ্ছেন এই ব্যাটিং দানব।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসরের জন্য গত ১৭ নভেম্বর রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে অনুষ্ঠিত হয় প্লেয়ার্স ড্রাফট। যেখান থেকে ক্রিস গেইলকে দলে টানে চট্টগ্রাম। তবে বিপিএলে দল পাওয়ার পর রীতিমত বোমা ফাটান গেইল। সেসময় তারকা এ ক্রিকেটার জানিয়েছিলেন, ‘আমাকে নাকি বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে রাখা হয়েছে। পরবর্তীতে আমি একটা দলের অংশও হয়েছি! অথচ আমিই জানি না।’

পরে গেইলের সাথে আলোচনায় বসে চট্টগ্রাম কর্তৃপক্ষ। দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘গেইলের হ্যামস্ট্রিংয়ে হালকা চোট আছে। ইনজুরি থেকে সেরে উঠলেই তাকে পাওয়া যাবে। বিপিএল খেলার ব্যাপারে তার কখনও আপত্তি ছিল না। আমরা হয়তো পুরো বিপিএলে গেইলকে পাব না। কিন্তু, পরের দিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠ মাতাবেন এ ব্যাটিং জিনিয়াস।’

অবশেষে মিলেছে সে সুখবর। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামীকাল (সোমবার) দলের সঙ্গে যোগ দেবেন গেইল। বর্তমানে সিলেট পর্ব শেষ করে ঢাকায় ফিরেছে চট্টগ্রাম দল। কাল দুপুর ৩টা থেকে বিসিবির অ্যাকাডেমি মাঠে অনুশীলন করবে তারা। সেখানেই দেখা যাবে গেইলকে।

প্রসঙ্গত, এরই মধ্যে ১০ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম। এবারের বিপিএলে বেশ ভারসাম্যপূর্ণ দল গড়েছে তারা। ইমরুল কায়েস, চ্যাডউইক ওয়ালটনরা যেমন ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন, তেমনি বোলিংয়ে বেশ উজ্জ্বল মেহেদী হাসান রানা, রুবেল হোসেনরা। ঢাকা পর্ব দিয়ে এবার গেইলের পাশাপাশি চোট কাটিয়ে ফেরার অপেক্ষায় দলের নিয়মিত অধিনায়ক মাহদুলউল্লাহ রিয়াদও।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ: সিমন্স, অভিশকা, ইমরুল, ক্রিস গেইল, ওয়ালটন, নুরুল (উইকেটরক্ষক), নাসির, নাসুম, কেজরিক, মুক্তার, রানা।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন