অবশেষে বিপিএলে জয়ের ধারায় ফিরেছে রংপুর রেঞ্জার্স। বিপিএল আজ ২৮ তম ম্যাচে রাজশাহীর বিপক্ষে ৪৭ রানে জয় তুলে নিয়েছে রংপুর রেঞ্জার্স।
বঙ্গবন্ধু বিপিএলে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮২ রান সংগ্রহ করে রংপুর রেঞ্জার্স। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করে রাজশাহী রয়েল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ব্যাটিংয়ে নেমে শুরুটা করে দারুণ। পাওয়ারপ্লেতে ১ উইকেটে ৫২ রান তোলে তারা। দলীয় ৩৮ রানে ফিরে গিয়েছিলেন শেন ওয়াটসন। তবে, দ্বিতীয় উইকেট জুটিতে ৫৩ রানের পার্টনারশিপ করেন নাঈম শেখ ও দেলপোর্ট।
দলীয় ৯২ রানে ফিরে যান দেলপোর্ট। দলের রান যখন ১১০ তখন বিদায় নেন নাঈম। চার নম্বর পজিশনে নেমে গ্রেগরি ১৭ বলে ২৮ করে বিদায় নেন দলীয় ১৪৬ রানে। এরপর ফজলে মাহমুদ নেমে কোনো রান না করেই ফিরে যান। ১২ বলে ১৬ করে ১৮তম ওভারে প্যাভিলিয়নের পথ ধরেন মোহাম্মদ নবী। পরে আল-আমিন ও জহুরুল জুটি বেঁধে দলকে ভালো একটা স্কোর এনে দেন।
রাজশাহীর পক্ষে মোহাম্মদ ইরফান ২টি, আফিফ হোসেন ২টি, কামরুল ইসলাম রাব্বী ১টি ও ফরহাদ রেজা ১টি করে উইকেট নেন।
তবে যেদিন বিধ্বংসী বোলিং করেছেন তাসকিন আহমেদ। একাই ধসিয়ে দিয়েছেন রাজশাহীকে। দলীয় ১২ রানের মাথায় আফিফ হোসেনের উইকেট হারায় রাজশাহী। ৭ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন আফিফ হোসেন।
এরপর অলক কাপালি কে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। কিন্তু ইনিংসের নবম ওভারে জোড়া আঘাত হানেন তাস্কিন আহ্মেদ। ১৫ রান করা লিটন দাস এবং শূন্য রানে শোয়েব মালিককে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
দলীয় ৬৪ রানের মাথায় ৩১ রান করে অলক কাপালি আউট হলে কিছুটা চাপে পড়ে যায় রাজশাহী। এরপর নাহিদুল ইসলাম ১৯ এবং আন্দ্রে রাসেল ১৭ রান করে আউট হলে পরাজয় নিশ্চিত হয় রাজশাহীর। রংপুরের হয়ে চার ওভারে ২৯ রানে চারটি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
রংপুরের জন্য সেমিফাইনালে বা শেষ চারে সম্ভাবনা একেবারে ক্ষীণ হলেও আশা এখনো শেষ হয়ে যায়নি বাকি ম্যাচ গুলোর মধ্যে যদি ৫ টি ম্যাচই রংপুর জিতে যায় তাহলেই কেবল সেমিতে যাওয়া সম্ভব হবে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন