শেষ ওভারে কুমিল্লার জয়ের জন্য দরকার ছিল ১৬ রান। প্লাংকেটের করা বলে আবু হায়দার রনির ১ চার ও ১ ছক্কার পর আউট হলো ক্রিজে থাকা ডেভিড মিলান। শেষ বলে যখন জয়ের জন্য দরকার ৩ রান। আফগান স্পিনার মুজিব এক বলেই দারুন চার হাকিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা চট্রগ্রাম চেলেঞ্জার্সকে হারিয়ে কুমিল্লাকে দুর্দান্ত জয় এনে দিলেন।
চট্টগ্রামের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ইনিংসের গোড়াপত্তন করতে আসেন রবিউল ইসলাম ও ভ্যান জিল। কিন্তু ৩০ রানের জুটি গড়ে ২২ রান করে প্ল্যাঙ্কেটের বলে ফিরেন জিল।
এরপর-পর ১৭ রানে দূর্ভাগ্যবশত আউট হয়ে ফিরেন রবিউল। দুই ওপেনার ফিরে গেলে এদিন দাঁড়াতে পারেনি সৌম্য সরকার। আগের ম্যাচে ঝড়ো অর্ধশতক হাঁকালেও এদিন ৫ বলে ৬ রান করে ফিরেন বাঁহাতি এই ব্যাটসম্যান। ৩ উইকেট হারালেও চতুর্থ উইকেটে ৬৫ রানে জুটি গড়েন ডেভিড মালান ও সাব্বির রহমান। কিন্তু মালানকে বেশি সময় সঙ্গ দিতে পারেননি সাব্বির। ৪ চারে ১৮ রান করে ফিরেন তিনি।
সাব্বির ফেরার সাথে সাথে রুবেলের বোলিং তোপে পরে চট্টগ্রাম। এক ওভারে উইসে ১ ও অষ্কন ০ রানে ফিরিয়ে ম্যাচ জয়ের স্বপ্ন দেখে চট্টগ্রাম। যেখানে শেষ ২ ওভারে প্রয়োজন ২৫ রান। কুমিল্লার একমাত্র ভরসা অধিনায়ক মালান৷ ১৯তম ওভারে নেন ৮ রান।
শেষ ওভারে কুমিল্লার প্রয়োজন ১৬ রান। বল করতে আসেন প্ল্যাঙ্কেটঃ-
১ম বলে ১ রান নেন মালান। ২য় বলে ৪ মারেন আবু হায়দার রনি। ৩য় বলে ৬ হাঁকান রনি। ৪র্থ বলে ১ রান নেন রনি। পঞ্চম বলে ২ রান নিতে গিয়ে রান আউটে ফিরেন মালান। তখন দলের প্রয়োজন ১ বলে ৩ রান। শেষ বল মোকাবেলা করতে আসেন আফগান মুজিব। কিন্তু ৬ষ্ঠ বলে ৪ মেরে শ্বাসরুদ্ধকর জয় তুলে নেয় কুমিল্লা ওয়ারিয়র্স।
মালান ৪ ছক্কা ও ৫ চারে ৫১ বলে খেলেন ৭৪ রানের ম্যাচ জেতানো ইনিংস। সেই সাথে দলের জয়ের গুরুত্বপূর্ণ অবদান রাখেন আবু হায়দার রনি । ৮ বলে খেলেন ১২ রানের ইনিংস ।এর আগে কুমিল্লা ওয়ারির্সের বিপক্ষে টসে হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেন চট্টগ্রামের দুই ওপেনার লেন্ডল সিমন্স এবং জুনায়েদ সিদ্দিকি। দুইজনে গড়েন ১০৩ রানের জুটি।
পরবর্তী এই জুটি ভাঙ্গেন সৌম্য সরকার। ২ ছক্কা ও ৫ চারে ৩৪ বলের মোকাবেলায় ৫৫ রান করে সানজামুলকে ক্যাচ দিয়ে ফিরেন। তারপর ৬ চারে ৩৭ বলে ৪৫ রান করে রানআউট হয়ে ফিরেন জুনায়েদ।
কিন্তু আর কোন ব্যাটসম্যান দাড়াতে পারেনি। শেষ দিকে জিয়াউরের ৪ ছক্কায় ২১ বলে ৩৫ রানের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
পয়েন্ট টেবিল-
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন