শিরোনাম

প্রচ্ছদ /   বাদ আফ্রিদি ঢাকা প্লাটুনে দুই বিশ্বকাপানো তারকা

বাদ আফ্রিদি ঢাকা প্লাটুনে দুই বিশ্বকাপানো তারকা

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর বঙ্গবন্ধু বিপিএলে খেলতে আসছেন দুই পাকিস্তানি ক্রিকেটার আহমেদ শেহজাদ ও ফাহিম আশরাফ। দুইজনই খেলবেন ঢাকা প্লাটুনের হয়ে।শেহজাদ ও ফাহিমের ঢাকা প্লাটুনে দলভুক্তির বিষয়ে  জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ঢাকা প্লাটুন এই মুহূর্তে রয়েছে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে। শীর্ষ দুইয়ে থাকতে হলে দলটিকে আগামী ম্যাচগুলোতে নিয়মিত ভালো করতে হবে। কিন্তু এই অবস্থায়ই ঢাকার দলটি হারিয়েছে দুই ক্রিকেটারকে।

হাঁটুর চোটের কারণে দলটির পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দেশে ফিরে গেছেন। আফ্রিদির স্বদেশী পেসার ওয়াহাব রিয়াজ সিলেট পর্বের খেলায় দলের সাথে নাও থাকতে পারেন।

এই দুই পাকিস্তানি ক্রিকেটারের অনুপস্থিতিতে আরও দুই পাকিস্তানি ক্রিকেটারের দিকে হাত বাড়িয়েছে ঢাকা। শেহজাদ ও ফাহিম দুজনই ঢাকার হয়ে মাঠে মাতাবেন।তবে দেশে ফিরে যাচ্ছেন বুম বুম আফ্রিদি তিনি আর এই বিপিএলে ঢাকা প্লাটুনের হয়ে মাঠে নামবেন নাহ।

২৮ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান শেহজাদ আগেও খেলেছেন বিপিএলে। সাবেক দল বরিশাল বার্নার্সের হয়ে তার দুর্দান্ত ব্যাটিং এখনো মনে রেখেছেন অনেকে। পাকিস্তানের হয়ে ১৩টি টেস্ট, ৮১টি ওয়ানডে ও ৫৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন শেহজাদ। জাতীয় দলের জার্সি গায়ে সর্বশেষ খেলেছেন চলতি বছরের অক্টোবরে, শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে।

অন্যদিকে পেস বোলিং অলরাউন্ডার ফাহিম পাকিস্তান জাতীয় দলের হয়ে খেলেছেন ৪টি টেস্ট, ২৩টি ওয়ানডে ও ২৭টি টি-টোয়েন্টি। টি-টোয়েন্টি ক্রিকেটে তার কার্যকরী পারফরম্যান্সের সুনাম রয়েছে। এর আগে কখনো বিপিএলে খেলা হয়নি ২৫ বছর বয়সী ক্রিকেটারের। তবে বিপিএলের আদলে পাকিস্তান সুপার লিগ- পিএসএলে খেলার অভিজ্ঞতা আছে তার।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন