শিরোনাম

প্রচ্ছদ /   জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা

জয়ের লক্ষ্যে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে কুমিল্লা

Avatar

মঙ্গলবার, ডিসেম্বর ৩১, ২০১৯

প্রিন্ট করুন

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭ তম ম্যাচে আজ (মঙ্গলবার) দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হচ্ছে কুমিল্লা ওয়ারিয়র্স। মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।

এই আসরে বেশ শক্ত অবস্থানে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৮ ম্যাচ খেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে মাহমুদউল্লাহর নেতৃত্বাধীন দল। যেখানে ২টি হারের বিপরীতে আছে ৬টি জয়।

অন্যদিকে কুমিল্লা ওয়ারিয়র্স আছে দুশ্চিন্তায়। নিজেদের মধ্যে কম্বিনেশন খুঁজে পাচ্ছে না দলটি। যেখানে ৭টি ম্যাচ খেলে জয় আছে মাত্র দুটিতে। বাকি ৫টিতে হেরে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে সৌম্য, সাব্বিরদের নিয়ে গড়া কুমিল্লা। সেরা চারে উঠতে তাদেরকে টানা জয়ের মধ্যে থাকতে হবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নামছে তারা।

দেখে নিন দুই দলের সম্ভাব্য সেরা একাদশঃ-

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স: জুনায়েদ সিদ্দিকি, পিনাক ঘোষ, ইমরুল কায়েস (অধিনায়ক), রায়ান বার্ল, চ্যাডউইক ওয়ালটন, নুরুল হাসান, লিয়াম প্লাঙ্কেট, মুক্তার আলী, রুবেল হোসেন, রায়াদ এমরিত, মেহেদি হাসান রানা।

কুমিল্লা ওয়ারিয়র্স: সৌম্য সরকার, ডেভিড মালান (অধিনায়ক), সাব্বির রহমান, স্টিয়ান ভ্যান জিল, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), রবিউল ইসলাম, ডেভিড ভিসে, মুজিব-উর-রহমান, আল আমিন হোসেন, সানজামুল ইসলাম ও আবু হায়দার রনি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন