চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে খেলার কথাই ছিল না মেহেদী হাসান রানার। প্লেয়ার্স ড্রাফটে তার প্রতি আগ্রহ দেখায়নি কেউ। টুর্নামেন্ট শুরুর পর চট্টগ্রামের নেটে বোলিং করছিলেন চাঁদপুরের এই পেসার। নেট থেকে তাকে দলে ভেড়ায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে রানার মতোই উড়ছেন অফ স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান। স্পিনে মেহেদী শেষ দুই মৌসুম এতটাই ভালো করেছেন যে, তার ব্যাটিংয়ের কথা ভুলেই গিয়েছিল সবাই। কিন্তু এবার বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে চমক দেখাচ্ছেন মেহেদী।
এখন পর্যন্ত বিপিএল পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে চট্টগ্রাম। দলকে শীর্ষে তুলতে সবচেয়ে বড় অবদান রানার। ৫ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন তিনটি।
আর ঢাকা প্লাটুনের মেহেদি হাসানের অলরাউন্ড পরফরম্যান্সে পরপর দুই ম্যাচে পেয়েছেন ম্যাচ সেরার পুরস্কার।এছাড়া রানা-মেহেদীর মতোই ভালো করছেন দুই পেসার মুকিদুল ইসলাম মুগ্ধ ও হাসান মাহমুদ।
আর সম্ভাবনাময় এই তরুণদের সুখবর দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি বস জানালেন, তরুণদের জন্য খুলছে জাতীয় দলের দরজা।
গত বৃহস্পতিবার মিরপুরে বোর্ড সভাপতি বলেন, ‘মেহেদী হাসান অফ স্পিনার। সবাই অফ স্পিনার হিসেবে তাকে চিনে। কিন্তু আমি তো দেখি ও ব্যাটসম্যান! ওকে যে ব্যাটিং পজিশনে ওপরে ওঠানো হলো এবং সেখানে খুব ভালো করছে। টি-টোয়েন্টিতে এরকম একটা খেলোয়াড় তো লাগবেই সামনে। এই ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ।’
‘মেহেদী হাসান রানা ভালো বল করছে। ছেলেটা আমার চোখে পড়েছে। আরেকটা বোলার আছে হাসান মাহমুদ। শুনেছি খুব ভালো ও জোরে বল করতে পারে, বেশ সম্ভাবনাময়। ওদেরকে হাই পারপরম্যান্স ইউনিটে দিয়ে লাভ নেই। ওদেরকে জাতীয় দলের ক্যাম্পে ডেকে দেখতে হবে। কীভাবে গ্রুম করা যায় সে ব্যাপারে আমরা পরিকল্পনা নেব- যোগ করেন বিসিবি সভাপতি।
উঠতি তরুণদের পারফরম্যান্সে সন্তুষ্ট বোর্ড প্রধান। তিনি খুশি জাতীয় দলের ক্রিকেটাররা নিজেদের অবস্থান ধরে রাখায়, ‘তামিম আস্তে আস্তে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।
এটা একটা বিরাট ব্যাপার বাংলাদেশের জন্য। তামিম আত্মবিশ্বাস নিয়ে খেলছে এটা একটা প্রাপ্তি। আফিফ অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছে সেদিন দেখলাম। মুশফিক ভালো খেলছে। লিটন দাস শেষ দিকে ভালোই খেলল চট্টগ্রামে।’
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন