মাশরাফি বিন মর্তুজা টি-টোয়েন্টি ছেড়েছেন অনেকদিন হলো। সাকিব আল হাসান আইসিসির নিষেধাজ্ঞায়। তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদরা হয়তো সামনের বিশ্বকাপসহ আরও কয়েক বছর খেলবেন। তবু তো ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। কারণ তারা বিদায় নিলে সেই জায়গার জন্য প্রস্তুত করে তুলে আনতে হবে তরুণদের।
কারা আসবেন, আসতে পারেন, কাদের মধ্যে সম্ভাবনা আছে? সেটি কিন্তু ঠিকই নজরে রাখেন বিসিবির কর্তারা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন যেমন জানালেন, এবারের বিপিএল থেকে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়কে মনে ধরেছে তার।
তরুণদের নিয়ে ভবিষ্যত পরিকল্পনার বিষয়ে পাপন বলেন, ‘এই বিপিএলে আমাদের অন্যতম একটা লক্ষ্য তো এটাই। একটা জিনিস দেখার তো ছিলই যে, নতুন ছেলেদেরকে সুযোগ করে দেয়া। আপনারা দেখেন- মেহেদি হাসানকে। সে মূলত একজন অফস্পিনার, কিন্তু আমি তো দেখছি সে একজন ব্যাটসম্যানও।
ওকে যে আপগ্রেড করা হলো উপরের পজিশনে। এরপর সে ভালো খেলছে। টি-টোয়েন্টিতে আমাদের এমন একজন ক্রিকেটার সামনে তো লাগবেই। পাপন যোগ করেন, ‘মেহেদি হাসান রানাকে দেখুন। সেও ভালো বল করছে। এই ছেলেগুলো তো এরই মধ্যে আমাদের চোখে পড়েছে। সেই ছেলেটার নাম ভুলে গেলাম…হাসান মাহমুদ।
সে একজন সম্ভাবনাময় ক্রিকেটার। বেশ জোরে বল করতে পারে। একইসঙ্গে পুরনোরাও খারাপ করছেন না, মনে করেন পাপন। বিসিবি সভাপতির ভাষ্যে, ‘আপনি যদি দেখেন, আমাদের পুরনো বা এক্সিসটিং দলের যেসব মূল খেলোয়াড় আছে। তামিম আস্তে আস্তে আত্মবিশ্বাস পাচ্ছে, এটা বাংলাদেশের জন্য বিরাট ব্যাপার।
আফিফ ভালো খেলছে। সেদিন দেখলাম অসাধারণ একটি ইনিংস খেলেছে। এরপর আমাদের মুশফিক ভালো খেলছে। এতদিন করেনি তেমন কিছু, তবে লিটন দাস শেষ দিকে ভালোই খেললো চিটাগাংয়ে। রিয়াদ কয়েকটি ভালো ইনিংস খেলেছে।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন