শিরোনাম

প্রচ্ছদ /   রশিদ খানের কন্ঠে বাংলাদেশকে অবজ্ঞার সুর

রশিদ খানের কন্ঠে বাংলাদেশকে অবজ্ঞার সুর

Avatar

শনিবার, ডিসেম্বর ২৮, ২০১৯

প্রিন্ট করুন

পাকিস্তানে টেস্ট খেলতে নারাজ বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার দেশটির নিরাপত্তাব্যবস্থা নিয়ে সবসময় ভীতি থাকেই। কড়া নিরাপত্তাব্যবস্থা থাকলেও আছে ক্রিকেটারদের ভীতি আর হাঁসফাঁসের শঙ্কা। সব মিলিয়ে পাকিস্তান সফরে বাংলাদেশের অনুষ্ঠিতব্য টেস্ট সিরিজটি স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।

সেক্ষেত্রে টি-টোয়েন্টি সিরিজ খেলেই দেশে ফিরবে টাইগাররা। অবশ্য পাকিস্তান বাংলাদেশের বিপক্ষে হোম টেস্ট সিরিজটি খেলতে মরিয়া। দেশটির বোর্ড পিসিবি তো বটেই, সাবেক ক্রিকেটাররাও এ নিয়ে আলোচনায় মগ্ন।

পাকিস্তানের সাবেক পেসার রশিদ খান মনে করেন, বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেললে পাকিস্তানই জিতবে সেই সিরিজ। তিনি একরকম নিশ্চিত হয়েই যেন কথাগুলো বলছেন। কারণ তার কথার সুর যে খুঁজে বেড়াচ্ছে ভারতের সাথে সংঘর্ষ!

রাজনীতি ও খেলার ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সাথে পাকিস্তানের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট ব্যবধান যেন না কমে, এজন্যই বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে চাইছে না বলে দাবি রশিদের। অর্থাৎ তার অভিমত- বাংলাদেশের পাকিস্তানে টেস্ট খেলতে না চাইবার পেছনে ভারতের ভূমিকা রয়েছে!

রশিদ বলেন, ‘পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্ট খেলে ভারতের জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। পাকিস্তানের ভালো সম্ভাবনা আছে এই টেস্ট সিরিজ জেতার। সেক্ষেত্রে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের সাথে ভারতের ব্যবধান কমে যাবে।’

তাই সিরিজ আয়োজনের ক্ষেত্রে আইসিসির হস্তক্ষেপও কামনা করেছেন পাকিস্তানের হয়ে ৪টি টেস্ট ও ২৯টি ওয়ানডে খেলা ৬০ বছর বয়সী ক্রিকেট ব্যক্তিত্ব।তিনি বলেন, ‘ভারত চায় না এমনটা হোক। আমার মনে হয় আইসিসির এই ব্যাপারটা নিয়ে হস্তক্ষেপ করা উচিত যাতে বাংলাদেশ টেস্ট খেলতে আসে।’

প্রসঙ্গত, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭টি ম্যাচ খেলে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ভারত। ৪টি ম্যাচ খেলা পাকিস্তানের পয়েন্ট ৮০।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন