শিরোনাম

প্রচ্ছদ /   পাকিস্তান সফরে বাংলাদেশের অধিনায়কের নাম জানালো বিসিবি

পাকিস্তান সফরে বাংলাদেশের অধিনায়কের নাম জানালো বিসিবি

Avatar

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০১৯

প্রিন্ট করুন

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজের চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বাংলাদেশ চাইছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অন্যদিকে পূর্ণাঙ্গ সিরিজ পাকিস্তানে খেলতে হবে এমনটাই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বাংলাদেশি চটি পাকিস্তান সফরে না যায় তাহলে এই ব্যাপারে আইসিসির কাছে যাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি ওই বক্তব্যের পর আজ মুখ খুলল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

পিসিবির এমন কড়া অবস্থানে বিসিবির অবস্থান কিছুটা বদলেছে। তবে এখনো টি-টোয়েন্টি সিরিজ খেলার পক্ষেই তাদের মত। আজ ঢাকায় সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘পাকিস্তানের যে অবস্থা, তাতে তারা তো চাইবেই পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট পুরোমাত্রায় ফিরে আসুক।

সেই চিন্তা থেকেই হয়তো তারা ওই ধরনের কথা বলেছেন। কিন্তু আপনারা জানেন যে ম্যাচের আবহের একটা ব্যাপার আছে। একই সঙ্গে ম্যাচের সঙ্গে সম্পৃক্ত আমাদের খেলোয়াড় আছে, টিম ম্যানেজমেন্ট আছে।

আমাদের টিম ম্যানেজমেন্টের বেশির ভাগ সদস্য দেশের বাইরের, বিদেশি কোচিং স্টাফ। এ ছাড়া আরও যারা সম্পৃক্ত আছেন, সবার সঙ্গে আলোচনা করে লম্বা সময় থাকার (পাকিস্তানে) ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।’

প্রথমে নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে চাইলেও এখন বিসিবি জানাচ্ছে, পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলে তারা সন্তুষ্ট হলে পরে টেস্ট সিরিজও খেলবে বাংলাদেশ। এ বছর শ্রীলঙ্কা যেমন সংক্ষিপ্ত সংস্করণ আগে খেলে পরে টেস্ট খেলতে গিয়েছে বিসিবির পরিকল্পনাও ওই ধরনের।

প্রধান নির্বাহী বলেছেন, ‘এ জন্যই আমাদের প্রাথমিক প্রস্তাবটা হচ্ছে যে; আমরা যদি সীমিত সময়ের জন্য তিনটি টি-টোয়েন্টি খেলে আসতে পারি; তাহলে সবাই পরিস্থিতি ভালোভাবে বুঝতে পারবে। এই চিন্তা-ভাবনা থেকেই আমাদের এই প্রস্তাবটা দেওয়া।’

এখনো পর্যন্ত সিরিজের সূচি সম্পর্কে যা জানা গেছে, তাতে জানুয়ারির ২৩, ২৫ ও ২৭ তারিখে টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের। সে ক্ষেত্রে টেস্ট খেলতে চাইলে এর পর সিদ্ধান্ত নিতে হবে। ওদিকে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহেই শুরু হবে পাকিস্তান সুপার লিগ।

এদিকে সাকিবের নিষেধাজ্ঞার পরে অনেকটা অধিনায়ক শূন্যতায় ভুগছে বাংলাদেশ দল।যেহেতু শুধুমাত্র টি২০ সিরিজ খেলবে সেহেতু মাশরাফির খেলারো কোন সম্ভাবনা নেই, সেই হিসেবে ভারত সিরিজের মতো এবারো হয়ত অধিনায়ক হিসেবে দেখা যাবে মাহমুদুল্লাহকে।

ফলে দুই টেস্টের সিরিজ আয়োজন করতে চাইলে তড়িঘড়ি করে এ সময়ে করতে হবে অথবা পিএসএল পরবর্তী কোনো সময়ে বাংলাদেশকে আমন্ত্রণ জানাবে পাকিস্তান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন