শিরোনাম

প্রচ্ছদ /   বিপিএলে নবীর অধিনায়কত্ব নিয়ে যা বললেন শেহজাদ

বিপিএলে নবীর অধিনায়কত্ব নিয়ে যা বললেন শেহজাদ

Avatar

শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০১৯

প্রিন্ট করুন

বঙ্গবন্ধু বাংলাদেশ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে একটি ভালো করতে পারছে না রংপুর। বিপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ জয়লাভ করেছে রংপুর রেঞ্জার্স। প্রথমে আফগানিস্তানে অলরাউন্ডার মোহাম্মদ নবীর নেতৃত্বে সবকটি ম্যাচে হেরেছে রংপুর। এরপর অধিনায়কত্ব পরিবর্তন করে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে প্রথম জয়ের মুখ দেখা ইনসেপ্টা রংপুর রেঞ্জার্স।

শুক্রবার ঢাকা পর্বের শুরুর ম্যাচেই পাচ্ছে শেন ওয়াটসনকে। অস্ট্রেলিয়ান অলরাউন্ডার বৃহস্পতিবার রাত ৯টা ৩৫মিনিটে পৌঁছাবেন ঢাকায়।

বিপিএলে শুক্রবার সন্ধ্যা সাতটার ম্যাচে রংপুরের প্রতিপক্ষ মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স। চট্টগ্রামে শেষ দুটি ম্যাচে হেরে ঢাকা পর্ব শুরু করতে যাচ্ছে তারা।

খুলনার পাঁচ ম্যাচে ৬ পয়েন্ট। রংপুর পাঁচ ম্যাচে জিতেছে মাত্র একটি। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানির দল রেঞ্জার্সরা। এদিকে গুঞ্জন উঠেছে রংপুরে নতুন অধিনায়ক হতে পারে অস্ট্রেলিয়ার এই সাবেক অলরাউন্ডার। ক্রিকেট বিশ্বের সকল নামিদামি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগেই খেলেছেন শেন ওয়াটসন।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়েই চমক দেখিয়েছে রঙ্গেপুর। কেননা এর আগের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে পারেনি তারা। তবে শেহজাদ মনে করছেন নবীর নেতৃত্বেই যে ঘুরে দাঁড়াবে তার দল।এ প্রসঙ্গে শেহজাদ বলেন, ‘আমরা গত চার ম্যাচে ভালো খেলিনি। শেষ ম্যাচে আমরা জয় পেয়েছি। খেলোয়াড়রা আত্মবিশ্বাসী আছে।

আশা করছি আগামী ম্যাচে ভালো করবো আমরা। নবীর নেতৃত্বেই ঘুরে দাঁড়াবো আমরা। ৫ ম্যাচ খেলে একটি মাত্র জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে পরের প্রতিটি ম্যাচের জয়ের বিকল্প নেই তাদের। সেই লক্ষ্যেই শুক্রবার নিজেদের ষষ্ঠ ম্যাচে খুলনা টাইগার্রসের বিপক্ষে খেলতে নামবে রংপুর।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন