জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে দুইটি টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে খেলবেন ভারতের ৫ জন ক্রিকেটার। সিরিজের দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশে।
৫ ভারতীয় ক্রিকেটারের অংশগ্রহণের ব্যাপারে বিডিক্রিকটাইমকে নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের যুগ্ম সাধারণ সম্পাদক জায়েশ জর্জ। মুঠোফোনে আলাপকালে তিনি জানান, ৫ ক্রিকেটারকে প্রীতি ম্যাচগুলোতে খেলতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
যদিও কোন ৫ ক্রিকেটার বাংলাদেশে খেলতে আসবেন তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলির মত বড় তারকাদেরই এশিয়া একাদশের দলে চেয়েছিল বাংলাদেশ।
জায়েশ বলেন, ‘আমাদের বোর্ড ৫ জন ক্রিকেটারকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে কোন ৫ ক্রিকেটারকে পাঠানো হবে তা ঠিক করবেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।’
এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানান, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে।
মার্চের ১৮ থেকে ২২ তারিখের মধ্যে ম্যাচগুলো মাঠে গড়াবে। এশিয়ার প্রতিটি দলকে আমরা কয়েকজন খেলোয়াড় পাঠানোর অনুরোধ করেছি। খেলোয়াড়রা ব্যস্ত না থাকার উপর নির্ভর করছে কোথায় থেকে কয়জন আসবেন।’
এশিয়ার ক্রিকেটারদের নিয়ে গড়া হবে এশিয়া একাদশ। ‘রেস্ট অব দ্যা ওয়ার্ল্ড’ একাদশ বিসিবি বাছাই করবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন