বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের পাঁচ ম্যাচ খেলে ফেলেছে রংপুর রাইডার্স। তারমধ্যে মাত্র একটা ম্যাচ জিতেছে দলটি। দেশি-বিদেশি এক ঝাঁক তারকা ক্রিকেটার নিয়েও যেন পেরে উঠছে না তারা। একের পর এক ম্যাচ হেরে খাঁদের কিনারায় যাওয়া দলটিতে এবার যোগ দিচ্ছেন অস্ট্রেলিয়ার তারকা অল-রাউন্ডার শেন ওয়াটসন।
এদিকে মোহাম্মদ নাবীকে অধিনায়ক করা রংপুরের দলটি প্রথম চার ম্যাচে হারের পর পঞ্চম ম্যাচে অধিনায়কের দায়িত্ব দেয় টম অ্যাবেলকে।
আগামী ২৭ তারিখ ঢাকায় তৃতীয় পর্বের প্রথম ম্যাচ থেকেই শেন ওয়াটসন খেলবেন বলে নিশ্চিত করেছেন দলটির মিডিয়া ম্যানেজার সাইদুল ইসলাম।
ওয়াটসন সবশেষ খেলেছেন দুবাইতে অনুষ্ঠেয় টি-টেন লিগে ডেকান গ্ল্যাডিয়েটরসের হয়ে।
রংপুর রেঞ্জার্স:
মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী, সঞ্জিত সাহা ও রিশাদ হোসেন।
বিদেশি ক্রিকেটার:
মোহাম্মদ নাবি, ক্রিস গ্রেগরি, শাই হোপ, ক্যামেরন ডেলপোর্ট, টম অ্যাবেল (অধিনায়ক), মোহাম্মদ শেহজাদ, জুনায়েদ খান ও শেন ওয়াটসন।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন