আইপিএলের নিলামে কোনো দল পাননি উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তার বেইজ প্রাইজ ছিল ৭৫ লাখ। কিন্তু মুশফিকের কোনো ফ্রাঞ্চাইজি প্রতি আগ্রহ দেখায়নি।
আইপিএলের নিলাম তালিকায় শুরুতে নিজের নাম নিবন্ধন করেছিলেন মুশফিকুর রহিম। এরপর নিলাম থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। কিন্তু ফ্রাঞ্চাইজিদের আগ্রহে মুশফিকের নাম আবার নিবন্ধন করা হয়।
চূড়ান্ত তালিকা থেকেই আজ তাকে নিলামে উঠানো হয়েছিল। কিন্তু নিলামে তার প্রতি কেউ আগ্রহ না দেখানোয় আনসোল্ড থাকেন মুশফিক। এদিকে দোলনা পায় মুশফিকুর রহিমকে নিয়ে ভারতীয় ওয়েবসাইট ক্রিকবাজ তাদের ওয়েবসাইটে মুশফিকের বিষয়ে লিখেছে, ‘১৩ মৌসুমেই নিবন্ধনকারী মুশফিক অবিক্রীত থেকে গেছেন। ১৩ মৌসুমেই অনাগ্রহের শিকার। এখন সে নাগিন ডান্স দিতে পারে।’
Mushfiqur Rahim going unsold after being called into the auction when he had opted out pic.twitter.com/3mamfnIok2
— Shubh Aggarwal (@shubh_chintak) December 19, 2019
মুশফিকের মতো এবারের নিলামে অবিক্রিত যারা : নিলামে কেউ আগ্রহ দেখায়নি ইউসুফ পাঠান ও স্টেইনের মতো তারকা ক্রিকেটারের প্রতি। এই নিলামে দল পাননি পূজারা, স্টুয়ার্ট বিনি, টিম সাউদি, আন্ডু টাই, ডেল স্টেইন, মোহিত শর্মা, শাই হোপ, কুশল পেরেরা, নামান ওঝা, হেনরি ক্লাসেন, কলিন ডি গ্রান্ডহোম।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন