জীবন কখনো কখনো ভোজবাজির মতো পাল্টে যায়। ঘুরে দাঁড়ানোর উদাহরণ তৈরি করেন কেউ কেউ। এমনই একটি নাম সালাউদ্দিন শাকিল। যার গল্পটি দেশের ক্রিকেটে যারা টুকিটাকি খবর রাখেন তাদের কাছে অজানা নয়।
এক দশক আগে নিজের রুজির জন্য দুবাইয়ে কঠোর পরিশ্রম করা এই মানুষটির বুধবার(১৮ ডিসেম্বর) স্বপ্নের মতো অভিষেক হয় বিপিএলে। চট্রগ্রামের বিপক্ষে অভিষেকের এই ম্যাচে খুব একটা খারাপ বোলিংও করেননি এই পেসার।
চট্রগ্রামের মজবুত ব্যাটিং লাইন আপের সামনে এদিন ঢাকা প্লাটুনসের বোলাররা ছিল অসহায়। আর এদিনই অভিষেক হওয়া সালাউদ্দিন শাকিল হয়ত খারাপ কিছু করলেই হতে পারতো স্বপ্নের শেষ। তবে সেটি হয়নি। মাশরাফি, পেরেরা, আফ্রিদিরা উইকেট না পেলেও নিজের অভিষেক ম্যাচে উইকেট তুলে নেন সালাউদ্দিন শাকিল।
ইনিংসের ১৫ তম ওভারে বোলিংয়ে এসে পঞ্চম বলে দারুণ খেলতে থাকা ইমরুল কায়েসকে নিজের হাতেই তালুবন্দি করে ফেরত পাঠান সালাউদ্দিন শাকিল। আর তুলে নেন নিজের স্বপ্নের উইকেট। এদিন চট্রগ্রাম চ্যালেঞ্জার্সের ৩ উইকেটের যে ২ বোলার উইকেট পান তার মধ্যে তিনিও একজন। সর্বমোট ৩ ওভার বোলিং করে ২৭ রান দিয়ে ১ উইকেট নেন ২৯ বছর বয়সী এই বোলার।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন