সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমসের প্রথম ক্রিকেট ম্যাচেই অদ্ভুতুড়ে কিছু রেকর্ড হল। এবারই প্রথম এসএ গেমসে অন্তর্ভুক্ত করা হয়েছে প্রমীলা ক্রিকেট। ডিসিপ্লিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক নেপাল ও মালদ্বীপ।
পোখারায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় মালদ্বীপ প্রমীলা দল। ৭ রানে প্রথম উইকেট হারানো দলটি ১১ রানে দ্বিতীয় ও তৃতীয়; ১৫ রানে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ১৬ রানে অষ্টম, নবম ও দশম উইকেট হারায়। দুই ব্যাটসম্যান রানের দেখা পেয়েছেন, তাও কেউই দুই অঙ্কের দেখা পাননি। বাকি সবাই আউট হয়েছেন শূন্য রানে।
১৬ রানে অলআউট হতে দলটি খেলতে পেরেছে ১০.১ ওভার। নেপালের অঞ্জলি চাঁদ একাই শিকার করেন ৬ উইকেট। ২.১ ওভার বল করে কোনো রান দেননি তিনি!
জয়ের লক্ষ্যে খেলতে নেমে স্বাগতিক দল নিজেদের জাত চিনিয়েছে। এক ওভারও খেলতে হয়নি জয়ের বন্দরে ভিড়তে। ৫ বল খেলেই নিশ্চিত হয় জয়।
ওপেনার কাজল শ্রেষ্ঠ ৫ বল খেলে একাই করেছেন ১৩ রান। অন্য ওপেনার সীতা রানা মাগার এক বল খেললেও কোনো রান করতে পারেননি। অতিরিক্ত খাতে এসেছে ৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
মালদ্বীপ প্রমীলা ক্রিকেট দল- ১৬ (১০.১ ওভার)হামজা ৯, হাফসা ৪ অঞ্জলি ০/৬, করুণা ৪/২
নেপাল প্রমীলা ক্রিকেট দল- ১৭/০ (০.৫ ওভার) কাজল ১৩*, সীতা ০*
ফল: নেপাল ১০ উইকেটে জয়ী (১১৫ বল হাতে রেখে)।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন