শিরোনাম

প্রচ্ছদ /   দুপুর দেড়টায় নয় ভারতের বিপক্ষে ১ম টেষ্টে যখন মাঠে নামবে বাংলাদেশ

দুপুর দেড়টায় নয় ভারতের বিপক্ষে ১ম টেষ্টে যখন মাঠে নামবে বাংলাদেশ

Avatar

মঙ্গলবার, নভেম্বর ১২, ২০১৯

প্রিন্ট করুন

আগের রাত (রোববার) স্থানীয় সময় প্রায় সাড়ে ১০টা পর্যন্ত খেলা হয়েছে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান শেষে হোটেলে ফিরতে ফিরতে মধ্য রাত। কাজেই পরদিন সাত সকালে নাগপুর থেকে ইন্দোর যাত্রার প্রশ্নই আসে না। সকালে নাগপুর থেকে ইন্দোর আসেওনি বাংলাদেশ ক্রিকেট দলের বহর।

আজ স্থানীয় সময় দুপুরে (বাংলাদেশে তখন প্রায় দুপুর গড়িয়ে বিকেল নামতে শুরু করেছে) নাগপুর থেকে বিমানে ইন্দোরে এসে পৌঁছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এই ইন্দোরেই ভারতের সাথে প্রথম টেস্টে মুখোমুখি হবে মুমিনুল হকের দল। ১৪ নভেম্বর শুরু হবে সেই দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।

নাগপুর থেকে একটি ভাড়া করা বিমানে (চাটার্ড প্লেন) করে ‘টিম বাংলাদেশ’ এবং ‘টিম ইন্ডিয়া’- দুই দলই নাগপুর থেকে ইন্দোর এসে পৌঁছায়। আজ বিকেলে বিসিবি মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন এ তথ্য।

রাবিদ আরও জানান, টি-টোয়েন্টি সিরিজ শেষ হওয়ার দুইদিন আগেই ঢাকা থেকে নাগপুরে এসে পৌঁছান ৮ টেস্ট স্পেশালিস্ট অধিনায়ক মুমিনুল হক, ইমরুল কায়েস, সাদমান ইসলাম, সাইফ হাসান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন। তারাও আজ সোমবার টি-টোয়েন্টি দলের সাথে নাগপুর থেকে ইন্দোর পৌঁছান।

অন্যদিকে আট টি-টোয়েন্টি স্পেশালিস্ট সৌম্য সরকার, শফিউল ইসলাম, আরাফাত সানি, নাইম শেখ, আফিফ হোসেন ধ্রুব, আবু হায়দার রনি ও আমিনুল ইসলাম বিপ্লবের আজ সোমবার রাত সোয়া ৯টায় রাজধানী ঢাকায় এসে পৌঁছানোর কথা।

প্রসঙ্গতঃ তাদের সাথে মা’র অসুস্থতার খবর পেয়ে দেশে ফেরত আসছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতও। টিম ম্যানেজার সাব্বির রহমানের দেয়া তথ্য অনুযায়ী, মোসাদ্দেকের মা সুস্থ হলে আবার দলের সাথে যোগ দিতেও পারেন তিনি।

ম্যাচ শুরুর সময়সূচীঃ ১ম টেস্ট ১৪ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ১০ টায়।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন