শিরোনাম

প্রচ্ছদ /   সাকিব বোকা আফিফ নয়

সাকিব বোকা আফিফ নয়

Avatar

বৃহস্পতিবার, অক্টোবর ৩১, ২০১৯

প্রিন্ট করুন

সাকিবের মতো জাতীয় দলের আরও কজন ক্রিকেটারের সাথে যোগাযোগ করেছিল জুয়াড়িরা। তবে তারা কেউই সাকিবের মতো ভুল করেননি। তাঁদের মতই একই প্রস্তাব এসেছিল সেসময়ের তরুণ ক্রিকেটার আফিফ হোসেনের কাছেও। তিনি সাকিবের মতো ভুল করেননি।

জুয়াড়িরা শুধু আন্তর্জাতিক ক্রিকেটেই নয় বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টগুলোতেও ম্যাচ পাতাতে চেষ্টা করে থাকেন। বেশিরভাগই ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট হলেও এদের নজর পড়েছে যুবা ক্রিকেটারদের প্রতিও। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে ভালো করতে পারে, এমন সম্ভাবনীয় ক্রিকেটারদের ম্যাচ পাতানোর প্রস্তাবও দেন তারা।

সাকিব ইস্যুতে বর্তমানে বাংলাদেশ ক্রিকেট অঙ্গনে বেশ তোলপাড় চলছে। দুইদিন আগেই ম্যাচ পাতানোর অভিযোগ সংশ্লিষ্টদের না জানানোয় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব (১ বছরের নিষেধাজ্ঞা) । আইসিসির দুর্নীতি দমন ইউনিট- আকসুর সন্দেহের তালিকায় নাম আসে সাকিবের। ২০১৮ সালে ভারতীয় জুয়াড়ির সঙ্গে বার্তা আদান-প্রদান হয় সাকিবের।

এক মুহূর্তে ওই জুয়াড়ির সঙ্গে দেখা করতে চান সাকিব। সেই সাথে সাকিবের বিটকয়েক একাউন্ট সম্পর্কে বিস্তারিতও জানতে চান তিনি। একই বছর তিনবার যোগাযোগ হওয়ার পরও কেন জানাননি সাকিব! যার কারণে নিষিদ্ধ হয়েছেন তিনি। তবে সাকিবের মতো ভুল যে করেননি তরুণ আফিফ।

সাকিবের মতোই জুয়াড়ি কড়া নেড়েছিল আফিফের দরজায়ও। তখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি আফিফের। সেবছর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালীন ই-মেইলে একটি বার্তা পান আফিফ। বার্তাটি তার মনে সন্দেহ জাগায়।

ফলে সঙ্গেসঙ্গেই সংশ্লিষ্টদের জানান এ তরুণ ক্রিকেটার। বিসিবিকে জানালে সেটি পরে আইসিসিকে জানায়। আইসিসিকে জানানোর কয়েকদিন পরেই জানা যায় ওই লোক আইসিসির চিহ্নিত জুয়াড়ি।

সাকিবকে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া ওই আগারওয়াল প্রস্তাব দিয়েছিলেন তার সতীর্থ তামিম ইকবালকেও। আগারওয়ালের বার্তাটি সন্দেহজনক মনে হলে তিনিও সংশ্লিষ্টদের জানান।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন