শিরোনাম

প্রচ্ছদ /   ১৪০+ গতিতে বল করে স্ট্যাম্প উড়িয়ে ১০ হাত পেছনে ফেলা নতুন টাইগার খুঁজে পেল বিসিবি

১৪০+ গতিতে বল করে স্ট্যাম্প উড়িয়ে ১০ হাত পেছনে ফেলা নতুন টাইগার খুঁজে পেল বিসিবি

Avatar

রবিবার, সেপ্টেম্বর ২৯, ২০১৯

প্রিন্ট করুন

বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ ক্রিকেট দল। এই দলে রয়েছে প্রতিভাবান কয়েকজন ক্রিকেটার। যারা এখনই নজর কাড়ছেন ক্রিকেট বিশ্লেষকদের। বিশেষ করে এই দলের তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম। ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা এই বাঁহাতি ফাস্ট বোলারকে অনেকটাই ধরা হচ্ছে মুস্তাফিজের বিকল্প হিসেবে।

মাত্র ১৮ বছর বয়সেই দুর্দান্ত গতিতে বোলিং করছেন তিনি। আজ নিউজিল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে ৪৪ রানে নিয়েছেন ৩ উইকেট। যার মধ্যে একটি উইকেট ছিল বোল্ড আউট। নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক রাইস মারিওর স্টাম্প উড়িয়ে নিয়ে যান এই ফাস্ট বোলার। যা নজর কেড়েছে ক্রিকেট ভক্তদের। শুধু তাই নয় শেষ ম্যাচে শরিফুল তুলে নিয়েছেন ১৫ উইকেট। লিস্ট এ ক্রিকেট ২৬ ম্যাচে নিয়েছেন ৪৬ উইকেট।

শরিফুল ইসলামের উইকেট এর ভিডিও

https://twitter.com/NaaginDance/status/1178205969186091008

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বোলারদের দাপটে কিউই যুবাদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগার যুবারা।

রোববার (২৯ সেপ্টেম্বর) লিনক্লোনে বাংলাদেশ সময় ভোরে মুখোমুখি হয় দু’দল। যেখানে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ড ৪৮ ওভারে ১৭৬ রানে গুটিয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক আকবর আলীর হাফসেঞ্চুরির সুবাদে ৪ উইকেট হারিয়ে ও ৬৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজরা।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আকবর আলীর দুর্দান্ত ইনিংসই জয় সহজ করে দেয় বাংলাদেশের। ৬১ বলে ১১টি চারের সাহায্যে ৬৫ করে অপরাজিত থাকেন এই দলনেতা। ২৪ রানের হার না মানা ইনিংস খেলেন শাহাদাত হোসেন। এছাড়া দলের হয়ে সমান ২৮ রান করে আসে ওপেনার তানজিদ হাসান ও মাহিদুল হাসান জয়ের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ৩৮.৪ ওভারে ১৮০ করে জয় পায় বাংলাদেশ।

টসে জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের দাপটে বিপদেই পড়ে স্বাগতিকরা। দলের হয়ে কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। নিয়মিত আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকা দলটির হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন বেন পোমার।

টাইগার যুবাদের হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মৃতুঞ্জয়ী চৌধুরী। শামীম হোসেন দুটি উইকেট দখল করেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান একটি করে উইকেট পান।আগামী ২ অক্টোবর সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন