বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর মাঠে গড়ানো নিয়ে জটিলতা কেবল বাড়ছেই। আসর শুরু নিয়ে একেক ফ্র্যাঞ্চাইজির একেক রকম অভিমতের মাঝে এবার সাবেক বোর্ড সভাপতি আ হ ম মুস্তফা কামাল জানালেন- এ বছর বিপিএল আয়োজনের সুযোগই নেই!
আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি মুস্তফা কামাল বর্তমানে অর্থমন্ত্রীর গুরুত্ব দায়িত্ব পালন করছেন। তবে ক্রিকেটের সাথে তার সংশ্লিষ্টতা আছে এখনো। বিপিএলের অন্যতম জনপ্রিয় দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কর্ণধার তার মেয়ে নাফিসা কামাল।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কদিন ধরেই কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজির সম্পর্ক বেশ শীতল। কাউন্সিলের সাথে ফ্র্যাঞ্চাইজির সভা শেষে নাফিসা কামাল বিপিএল বর্জনের ‘হুমকি’ দিয়েছিলেন। এবার মুস্তফা কামাল বলছেন- এ বছর বিপিএল আয়োজনের কোনো সুযোগই নেই।
মুস্তফা কামাল বোর্ড সভাপতি থাকাকালেই বিপিএল শুরু হয়। তার দাবি, টুর্নামেন্টের বাই লজ অনুযায়ী- একই বছরে দুটি আসর আয়োজনের সুযোগ নেই।
পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সভা শেষে মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরী করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’
প্রসঙ্গত, বিপিএলের ষষ্ঠ আসর মাঠে গড়িয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। জাতীয় নির্বাচনসহ আরও কিছু কারণে কিছুটা পিছিয়েই আয়োজন করা হয়েছিল বিপিএলের এই আসর।
ফলে ২০১৯-২০ মৌসুমের আসরটি এ বছর মাঠে গড়াতে গেলে বোধহয় কিছুটা সাংঘর্ষিক অবস্থার সৃষ্টি হচ্ছে বিপিএল আইনের সাথে, অন্তত অর্থমন্ত্রী লোটাস কামালের দাবি এমনটিই।
সূত্রঃ বিডিক্রিকটাইম
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন