চারদিনের প্রথম আনঅফিসিয়াল ম্যাচের চতুর্থ ও শেষদিনে খেলতে নেমেই নাইমের ঘূর্ণিতে ২৪৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। ফলে ১১৬ রানের লিড পায় টাইগাররা। বাংলাদেশের হয়ে একাই ৭ উইকেট নিয়েছেন নাইম হাসান।
৬ উইকেটে ১৯০ রানে চতুর্থ দিনে খেলতে নেমে নাইম হাসানের স্পিন ট্র্যাপে পড়ে লঙ্কানরা। দিনের শুরু থেকেই হারাতে থাকে একের পর উইকেট। একদিকে বান্দারা অপরাজিত থাকলেও ফিরে যান একের পর এক ব্যাটসম্যান। বান্দারাকে ব্যক্তিগত ৮৫ রানে ফিরে লঙ্কানদের শেষ উইকেটটি নেন শফিকুল ইসলাম। ২৪৪ রানেই গুটিয়ে যায় লঙ্কানরা।
বাংলাদেশের হয়ে স্পিনার নাইম হাসান নেন সর্বোচ্চ ৭ উইকেট। শফিকুল নেন ২ টি উইকেট। এছাড়াও ১ টি উইকেট নেন তানভিরুল ইসলাম।
এর আগে তৃতীয় দিনে ৪ উইকেটে ১০১ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল শ্রীলংকা। কিন্তু টাইগার বোলারদের কল্যাণে সকালে তৃতীয় দিনের শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশ ইমার্জিং দল। দিনের খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান প্রমোদ মাদুওয়ান্থাকে ৪৪ রানে ফিরিয়ে দিয়ে ৮২ রানের জুটি ভাঙেন তানভির ইসলাম।
এই জুটি ভাঙার কিছুক্ষণ পরেই হানা দেয় বৃষ্টি। বৃষ্টিতে খেলা প্রায় তিন ঘণ্টার মত বন্ধ থাকার পর আবার খেলা শুরু হলে রমেশ মেন্দিসকে হারায় শ্রীলঙ্কা। ফলে ৬ উইকেটে ১৯০ রান নিয়ে দিনশেষ করে তারা।
দ্বিতীয় দিনে নাঈম হাসান ঘূর্ণি জাদুতে মাত্র ৫৯ রানেই ৪ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে লঙ্কানরা। পরে মাদুওয়ান্থা ও বান্দারার ব্যাটে ৪ উইকেটে ১০১ রান নিয়ে দিনশেষ করেছিল লঙ্কানরা।
অন্যদিকে নাজমুল হাসান শান্ত’র দুর্দান্ত শতকে প্রথম ইনিংসে ৩৬০ রানে অল আউট হয় বাংলাদেশ।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ এইচপি দল- ৩৬০/১০(প্রথম ইনিংস)
নাজমুল শান্ত-১৩৩, আফিফ হোসেন ৫৪।
ফার্নান্দো- ৩/৭৪
শ্রীলঙ্কা এইচপি দল ২৪৪/১০(প্রথম ইনিংস)
বান্দারা ৮৫।
নাইম হাসান ৯৩/৭।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন