শিরোনাম

প্রচ্ছদ /   বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন পাকিস্তানি পেসার

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে যা বললেন পাকিস্তানি পেসার

Avatar

রবিবার, জুন ৩০, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকে রয়েছে পাকিস্তানের। তবে এখনই উত্তেজিত হতে নিষেধ করেছেন দেশটির সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে যত ভয় তার। এছাড়াও ভারতীয়দের একহাত নিলেন এ ফাস্ট বোলার।

এ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মত দলকে হারিয়েছে পাকিস্তান। ৭ ম্যাচে ৩ জয়ে সেমিফাইনাল খেলার আশা টিকিয়ে রেখেছে দলটি। পাকিস্তানের পরের দুই প্রতিপক্ষ আফগানিস্তান ও বাংলাদেশ। আফগানিস্তান তো ভারতকে অল্পের জন্য হারিয়েই দিয়েছিল। অবশ্য তারা সে ম্যাচ নিয়ে অতটা ভাবছে না। যত ভাবনা বাংলাদেশকে ঘিরেই।

আর ভাবনা থাকবেই না কেন। এ বিশ্বকাপে বাংলাদেশও যে সেমির দৌড়ে রয়েছে। এছাড়াও গত কয়েকবারের দেখাতে বাংলাদেশকে হারাতে পারেনি পাকিস্তান। এশিয়া কাপে তো বাংলাদেশের কাছেই হেরে বাদ যেতে হয়েছে। তাই তো বাংলাদেশকে নিয়ে একটু বেশি ভয় পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার।

ফাইল ছবি

“এখনই পাকিস্তানকে উত্তেজিত হওয়া যাবে না। তাদের এখনও বড় একটি ম্যাচ বাকি আছে। সেটা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে। এটা পাকিস্তানের জন্য সম্মান রক্ষার ম্যাচ হতে পারে, আবার সম্মান হারানোর ম্যাচও হতে পারে। আমি সত্যি এ ম্যাচটিকে ভয় পাচ্ছি। কারণ বাংলাদেশ ব্যাটিংয়ে খুব ভালো দল। রান তাড়ায় দুর্দান্ত এবং এখানে তারা জিততেই এসেছে।”

নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের আশা টিকিয়ে রয়েছে পাকিস্তান। অন্যদিকে বাংলাদেশকে মোকাবিলা করতে হবে এ আসরের হট ফেবারিট ভারতকে। আগামী ২ জুলাই ভারতের বিপক্ষে নামবে বাংলাদেশ এবং ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে নামবে বাংলাদেশ।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন