শিরোনাম

প্রচ্ছদ /   দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডাক পেল ইমরুল

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ডাক পেল ইমরুল

Avatar

শনিবার, জুন ২৯, ২০১৯

প্রিন্ট করুন

চলছে দ্বাদশ আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের খেলা। এদিকে আসন্ন বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজের আগে ২ টি চারদিনের ম্যাচ ও ৫ টি ওয়ানডে খেলতে সফরে আসবে আফগানিস্তান ‘এ’ দল। ইতোমধেই এই সিরিজের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে ডাক পেয়েছেন ইমরুল কায়েস-এনামুল হক বিজয়রা।

এদিকে বিসিবির ঘোষিত ১৪ সদস্যের স্কোয়াডে আরো ডাক পেয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বি, আফিফ হাসান ধ্রুব, সানজামুল ইসলামের মতো জাতীয় দল থেকে নির্বাসিত ক্রিকেটাররা।

অন্যদিকে স্কোয়াডে বেশিরভাগই থাকছেন জাতীয় দলের জার্সি গায়ে না জড়ানো ক্রিকেটাররা। নতুনদের মধ্যে সুযোগ পাচ্ছেন, জাকির হোসেন, কাজী অনিক, জাকের আলীর মতো তরুনরা।

এদিকে আগামী ৫ জুলাই থেকে চারদিনের ম্যাচ দিয়ে শুরু হবে এই সিরিজটি।|

বাংলাদেশ ‘এ’ দলের স্কোয়াডঃ ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, নায়েম শেখ, জাকির হাসান, আফিফ হোসেন, রকিবুল হাসান, তানভির হায়দার, জাকের আলি অনিক, সালাউদ্দিন শাকিল, কামরুল ইসলাম রাব্বি, ইফরান হোসেন, সানজামুল ইসলাম, সুমন খান এবং তানভির ইসলাম।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন