শিরোনাম

প্রচ্ছদ /   তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ইমরুলকে বিশ্বকাপে দলে নেয়ার কথা বলে যা বললেন প্রধান কোচ

তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ইমরুলকে বিশ্বকাপে দলে নেয়ার কথা বলে যা বললেন প্রধান কোচ

Avatar

শুক্রবার, মে ৩১, ২০১৯

প্রিন্ট করুন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে ইনজুরিতে জর্জরিত বাংলাদেশ দল। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বেশ কিছুদিন ধরেই হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন। তাছাড়া, পিঠের চোটে মোহাম্মদ সাইফুদ্দিনও বিশ্রামে আছেন। শুক্রবার ইনজুরি তালিকায় যুক্ত হয়েছে ওপেনার তামিম ইকবালের নাম।

শুক্রবার সংবাদ মাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দলের ক্রিকেটারদের চোটের অবস্থা জানিয়েছেন। তামিমের চোট কতটা গুরুতর তা এখনও জানতে পারেনি টিম ম্যানেজমেন্ট।

‘সে মাত্রই নেটে চোট পেয়েছে। এখনো পর্যন্ত আমরা কোনো রিপোর্ট হাতে পাইনি। কতটা গুরুতর সেটা বলতে পারছি না। আমার মনে হয় অপেক্ষা করতে হবে। এখনি কথা বললে বিভ্রান্তি তৈরি হওয়ার সুযোগ থেকে যায়। তাই ফাইনাল রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে।’

শুক্রবার নেটে থ্রো ডাউনে ব্যাটিং অনুশীলন করতে গিয়ে বাঁহাতে চোট পান তামিম। এরপরই তিনি মাঠের বাইরে চলে যান। এদিকে, শুক্রবার বিশ্রামে ছিলেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের ইনজুরি প্রসঙ্গে ওয়ালশ বলেছেন।

‘আমরা আরও দুদিন সময় পাচ্ছি। সাইফুদ্দিনের শেষ ম্যাচে একটা চোট ছিল। তাই আজ ওকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে। সে কতটা সেরে উঠল কাল আমরা পর্যবেক্ষণ করে দেখব। এটা বিশ্বকাপ, এটা বড় একটি মঞ্চ। সবাই এটার জন্য তৈরি হয়ে যেতে চায়। তাই আমরা সঠিক কাজটাই করছি রবিবারের জন্য তাকে ফিট করে তুলতে।’

শুক্রবার অনুশীলন করেননি বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও। তাকে পর্যবেক্ষণ করেছেন বাংলাদেশ দলের নির্বাচক হাবিবুল বাশার ও দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। মাশরাফির সঙ্গে মুস্তাফিজকেও কাল পর্যবেক্ষণ করা হবে বলে জানালেন ওয়ালশ।

‘আমার মনে হয় ম্যাশের কিছুটা অস্বস্তি ছিল তাই আজ তেমন অনুশীলন করেনি। সেটাও কাল দেখব কি অবস্থা। মোস্তাফিজ ঠিকাছে, ওরও কিছু সমস্যা ছিল। কিন্তু আজ ভালোই বল করেছে।’

বাংলাদেশ দলের অন্যতম সাকসেস্ফুল কোচ স্টিভ রোডস এই মুহুর্তে বাংলাদেশের দূর্দিনের বন্ধু ইমরুল কায়েসকে এই ইনজুরি সমস্যার সমাধান হিসেবে বিশ্বকাপ স্কোয়াডে নিতে চান ইমরুল কায়েসকে।আর সিদ্ধান্ত ছেড়ে দিয়েছেন বিসিবির টিম ম্যানেজম্যান্টের হাতে।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন