আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে উইন্ডিজ ও পাকিস্তান। পাকিস্তানের দেয়া ১০৬ রানের মামুলী লক্ষ্যে ব্যাটিং করতে নেমেই বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কার রেকর্ড নিজের করে নিজের ক্রিস গেইল। এই গড়তে তিনি টপকে গিয়েছেন সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্সকে।
একপেশে ম্যাচে সহজ জয় দিয়ে আসর শুরু করেছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন উইন্ডিজ। আসরের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে তারা।
ক্যারিয়ারের ৫২তম অর্ধ-শতক হাঁকানোর পর গেইলও পরিণত হন আমিরের শিকারে। ৬টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫০ রান করে গেইল ফেরেন সাজঘরে। তবে নিকোলাস পুরানের ঝড়ো ব্যাটিং ও শেষদিকে শিমরন হেটমেয়ারের যোগ্য সমর্থন দলকে এনে দেয় ৭ উইকেটের জয়, ২১৮ বল হাতে রেখেই। পুরান ৪টি চার ও ২টি ছক্কায় ১৯ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন, হেটমেয়ার ৭ রানে।
২০০৩ সাল থেকে নিয়মিত বিশ্বকাপ খেলছেন গেইল। এবারের আসরটি তার পঞ্চম বিশ্বকাপ। আসর শুরুর আগে আগের ৪টি বিশ্বকাপে ৩৭টি ছক্কা হাঁকিয়ে সাবেক প্রোটিয়া অধিনায়ক ডি ভিলিয়ার্সের সাথে রেকর্ডটি ভাগাভাগি করছিলেন তিনি।
উইন্ডিজের ইনিংসের চতুর্থ ওভারে বল করছিলেন হাসান আলি। ওভারের দ্বিতীয় বলে এই পাকিস্তানি পেসারকে উড়িয়ে ছক্কা মেরে ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে ৩৮তম ছক্কার মালিক হন তিনি। পরের বলেই আবার হাসান আলিকে উড়িয়ে ছক্কা হাঁকিয়েছেন গেইল।
বিশ্বকাপে গেইলের ছক্কার সংখ্যা এখন ৪০। এই দুইজন ছাড়াও ত্রিশের অধিক ছক্কা হাঁকিয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিং। তার ব্যাট থেকে এসেছে ৩১টি ছক্কা।
বিশ্বকাপে সর্বোচ্চ ছক্কা হাঁকানো ৫ ব্যাটসম্যান-
ক্রিস গেইল- ৪০টি।
এবি ডি ভিলিয়ার্স- ৩৭টি।
রিকি পন্টিং- ৩১টি।
ব্রেন্ডন ম্যাককালাম- ২৯টি।
হার্শেল গিবস- ২৮টি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন