শিরোনাম

প্রচ্ছদ /   জার্সি নিয়ে এত লাফালাফি না করাই ভালঃ রাজ্জাক

জার্সি নিয়ে এত লাফালাফি না করাই ভালঃ রাজ্জাক

Avatar

মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০১৯

প্রিন্ট করুন

দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচিত বিষয় এখন টাইগারদের বিশ্বকাপ জার্সি। গত সোমবার (২৯ এপ্রিল) বিশ্বকাপের জার্সি উন্মোচনের পর এ নিয়ে চলছে সমালোচনা। জার্সিতে লাল রঙের উপস্থিতি না থাকায় অনেকেই নিন্দা জানাচ্ছেন।

তবে জাতীয় দলের সাবেক দুই ক্রিকেটার মোহাম্মদ আশরাফুল ও আব্দুর রাজ্জাক মনে করেন, যে জার্সি প্রণয়ন, বাছাই বা নির্ধারণ করা হয়েছে তা নিয়ে কোনো ক্ষোভ থাকা উচিত নয়। বরং জার্সি নিয়ে এত বেশি না ভেবে টাইগারদের খেলা নিয়ে ভাবনারই পরামর্শ তাদের।

বিডিক্রিকটাইমের সাথে আলাপকালে আব্দুর রাজ্জাক বলেন, ‘খেলাটাই মুখ্য, জার্সি নিয়ে এত লাফালাফি না করলে ভালো। জার্সির ক্ষেত্রে কোনো রঙ কিন্তু বাধ্যতামূলক না যে এই রঙটাই ব্যবহার করতে হবে। এটা বলা যেতে পারে যে আরও একটু ভালো হতে পারত। যেহেতু সবুজের ব্যবহার আছে, আবার আরেকটা লাল, আমার কাছে মনে হয়নি খুব একটা খারাপ। তবে বিশ্বকাপের মত টুর্নামেন্ট তো, হয়ত ডিজাইন আরও ভালো হলে সুন্দর লাগত।’

ছবি সূত্রঃ বিসিবি

আশরাফুলের মতে, জার্সি তৈরি করার ক্ষেত্রে যেহেতু খেলোয়াড়-টিম ম্যানেজমেন্ট কিংবা বোর্ড সবার সিদ্ধান্ত নেওয়া হয় সেহেতু এ নিয়ে বিতর্ক পুষে রাখারও সুযোগ নেই। তিনি বলেন, ‘ঠিকই তো আছে। সমস্যা কোথায় আবার?’

‘জার্সি তো সবার সিদ্ধান্তেই হয়, কারও একার সিদ্ধান্তে না।’– বলেন আশরাফুল।

সমর্থকদের আবেগের প্রতি সিদ্ধান্ত জানিয়ে বিসিবি চেষ্টা করছে জার্সিতে পরিবর্তন আনার। যদিও জনমতের কারণে জার্সি পরিবর্তনের নজির নেই কোথাও। সত্যিই জার্সি পরিবর্তন করা হলে সেটি বোর্ডের অদূরদর্শিতা কি না, এমন প্রশ্নের জবাবে রাজ্জাকের উত্তর ‘এটা ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। উনারা পরিবর্তন করলে হয়ত উনাদের কাছেও মনে হচ্ছে পরিবর্তন করলে ভালো। অভিযোগ এটাই যে লাল নেই কেন। কিন্তু সবুজ তো আছে। লাল রাখা তো বাধ্যতামূলক কিছু না। তবে লালের কম্বিনেশন থাকলে ভালো লাগতো আরও। এটা নিয়ে এত প্রতিক্রিয়া দেখানোর কিছু দেখি না। অনেকে হয়ত না বুঝে প্রতিক্রিয়া দেখাচ্ছে।’

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন