পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের বিপক্ষে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দলের তিন দিনের ম্যাচের সিরিজ শুরু হচ্ছে আজ। ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে।
তিন দিনের টেস্ট ম্যাচে পাকিস্তান অ-১৬ ক্রিকেট দলের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে বাংলাদেশ অ-১৬ ক্রিকেট দল।
আগামী ২ মে বাংলাদেশ ও পাকিস্তান দল খুলনায় যাবে। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে ৫ থেকে ৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ তিনদিনের ম্যাচটি।
এরপর দুই দল ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে। আগামী ১০ মে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে।
১২ মে দ্বিতীয় ও ১৫ মে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। সিরিজ শেষে আগামী ১৬ মে দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের।
স্কোরঃ আপকিস্তান ১২১/৬ ( ৪১ ওভার) মুশফিক হাসান ২৮/৩
বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ স্কোয়াডঃ
মফিজুল ইসলাম রবিন, সাজ্জাদ হোসেন মিরাজ, সাকিব শাহরিয়ার, রাফসান জানি, সোহাগ আলি, রিয়াদ খান (অধিনায়ক), আইচ মোল্লা, মাহফুজুর রহমান রাব্বি (সহ-অধিনায়ক), আজিজুল হক রনি, তানচীর আলম অয়ন, শামসুল ইসলাম ইপন, মাকসুদুর রহমান (উইকেটরক্ষক), আশিকুর রহমান, শাহরিয়ার আলম মহিম, এবং মুশফিক হাসান।
স্ট্যান্ডবাই: আমির হোসেন, খালিদ হাসান, মিনহাজুল হাসান, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সজীব আহমেদ, নাসিম ইসলাম এবং জি এম তাহজিবুল ইসলাম।
পাকিস্তান অনূর্ধ্ব-১৬ স্কোয়াডঃ
আব্দুর রেহমান, আহমেদ খান, আফজাল মানজুর, আলি হাসান, আলি আসফান্দ, আলিয়ান মেহমুদ, আমির হাসান, আরহাম নওয়াব, আসির মুঘল, আইয়াজ শাহ, ফয়সাল আকরাম, ফরহাদ খান, ইবরার আফজাল, হাসিবুল্লাহ, কাসিফ আলি, খালিদ খান, মোহাম্মদ হাসনাইন সাবির, মোহাম্মদ লতিফ, মোহাম্মদ শেহজাদ, মোহাম্মদ ওয়াকাস, মুনিব ওয়াসিফ, মাসুদ আহমেদ, রিজওয়ান মাহমুদ, সামির সাকিব, উমর আমান (অধিনায়ক), জুবাইর শিনওয়ারি।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন