বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর চলতি বছরই একই ইনিংসে দুই ব্যাটসম্যানের জোড়া সেঞ্চুরি দেখল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জনি বেয়ারস্টো সেঞ্চুরি তুলে নিয়েছেন।
সব ধরণের টি-টুয়েন্টি মিলিয়ে কোনো দলের দুই ব্যাটসম্যানের সেঞ্চুরির ঘটনা চতুর্থ বারের মতো হল। বেঙ্গালুরুর বিপক্ষে ১১৪ রানের ইনিংস খেলেছেন বেয়ারস্টো। আর ১০০ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওয়ার্নার।
এর আগে চলতি বছরই চট্টগ্রামের মাটিতে চিটাগং ভাইকিংসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রংপুর রাইডার্সের দুই তারকা রাইলি রুশো ও অ্যালেক্স হেইলস। চলতি বছর দ্বিতীয় বারের মতো এই ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব।
এক ইনিংসে জোড়া সেঞ্চুরি প্রথমবারের মতো দেখা যায় ২০১১ সালে কাউন্টিতে। সেবার গ্লোচেস্টারশায়ারের হয়ে মিডেলসেক্সের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন কেভিন ও’ব্রায়েন ও হামিশ মার্শাল।
এরপর আইপিএলে এই কীর্তি করে দেখান ভিরাট কোহলি ও এবি ডি ভিলিয়ার্স। ২০১৬ সালে গুজরাট লায়ন্সের বিপক্ষে তারা দুজনেই সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। কোহলি-ভিলিয়ার্সের পর দ্বিতীয় বারের মতো আইপিএলে এই রেকর্ড গড়লেন ওয়ার্নার ও বেয়ারস্টো।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন