২৩ মার্চ থেকে শুরু হবে আইপিএলের দ্বাদশ আসর। প্রস্তুতি শেষ পর্যায়ে সকল দলের। চলছে আলোচনা পর্যালোচনা দলগুলোর সেরা স্কোয়াডের। তারকা বহুল দলগুলো বেশ হিমশিম খাচ্ছে নিজেদের সেরা একাদশ সাজাতে। তবে দলগুলোর পাশাপাশি ক্রিকেট বিশেষজ্ঞরাও থেমে নেই তাদের সেরা একাদশ সাজাতে।
স্টার স্পোর্টসের ক্রিকেট বিশেষজ্ঞ ও সাবেক ভারতীয় ব্যাটসম্যান আকাশ চোপড়াও সাজিয়েছেন প্রতিটি দলের সেরা একাদশ। নিজের অনুষ্ঠান আকাশবাণীতে জানিয়েছেন বিভিন্ন দলের সেরা একাদশের কথা। তবে তার তৈরী করা হায়দ্রাবাদের একাদশে জায়গা হয়নি গত আসরে হায়দ্রাবাদের হয়ে সকল ম্যাচ খেলা ও তাদের জন্য নিয়মিত পারফরম্যান্স করা সাকিব আল হাসানের।
আকাশ চোপড়ার পছন্দের একাদশের ৪ বিদেশী খেলোয়াড় হচ্ছেন অস্ট্রেলিয়ার মারকুটে ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার, ইংল্যান্ডের উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো, আফগানিস্তানের রশিদ খান ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।হায়দ্রাবাদের এই সিজনের বোলিংয়ের প্রশংসা করতে গিয়ে আকাশ চোপড়া সবার প্রশংসা করলেও এড়িয়ে যান সাকিব আল হাসানকে।
আকাশ বলেন ” হায়দ্রাবাদের বোলিং অসাধারণ। রশিদ খান, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ নবী, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ, বিলি স্ট্যানলেক, সন্দীপ শর্মা সকলেই ভালো বোলিং করে থাকে। তারা এমন বোলিং লাইনআপ যে তারা ১৪০ রান ও ডিফেন্ড করে ফেলতে পারবে !” অথচ গত সিজনে হায়দ্রাবাদের হয়ে বেশ ভালো ও কার্যকরী বোলিং করেছিলেন বাংলাদেশ টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান।আকাশ তার রিভিউ ভিডিওতেও একবারের জন্য উল্লেখ্য করেননি সাকিব আল হাসানের কথা।
আকাশের পছন্দের হায়দ্রাবাদের আদর্শ একাদশ : ডেভিড ওয়ার্নার, জনি বেয়ারস্টো, কেন উইলিয়ামসন, বিজয় শংকর, মনীষ পান্ডে, ইউসুফ পাঠান, রশিদ খান, শাহবাজপুর নাদিম, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কল, খলিল আহমেদ।
কিছুদিন আগে আরেক ক্রিকেট বিশেষজ্ঞ হার্শা ভোগলেকেও দ্বিধান্বিত দেখা গিয়েছে হায়দ্রাবাদের সেরা একাদশে সাকিবকে রাখা নিয়ে। হার্শা তার একটি স্কোয়াডে সাকিবকে রেখেছেন, অপর একাদশে সাকিবের পরিবর্তে উইলিয়ামসনকে রেখেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে হায়দ্রাবাদ যদি বেয়ারস্টোকে তাদের কিপার হিসেবে শুরু থেকে সুযোগ দেয় তবে গত আসরের অধিনায়ক উইলিয়ামসনকে টপকে একাদশে জায়গা পাওয়া বেশ কঠিন হবে সাকিবের। সাকিব একাদশে না থাকলে বাংলাদেশী ভক্তদের মাঝে আইপিএলের আকর্ষণ অনেকটাই কমে যাবে।
এইদিকে সাকিব আইপিএলে কখন যোগ দিবেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে উইলিয়ামসন ২২ তারিখ নিউজিল্যান্ড ক্রিকেটের এওয়ার্ডের পরই যোগ দিবেন জানিয়েছে হায়দ্রাবাদ কতৃপক্ষ।
সিটি২৪নিউজের ফেসবুক পেজে লাইক দিন
আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন