শিরোনাম

প্রচ্ছদ /   সাকিবকে বাদ দিয়ে দলে নিল সৌম্য সরকার

সাকিবকে বাদ দিয়ে দলে নিল সৌম্য সরকার

Avatar

সোমবার, মার্চ ১৮, ২০১৯

প্রিন্ট করুন

সাকিব আল হাসান আবহানীতে খেলবেন। এমন একটা গুঞ্জন চলছিল ক্রিকেট পাড়ায়। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছে আবহানীর কোচ খালেদ মাহমুদ সুজন।

সাকিব আল হাসান আবহানীতে খেলবেনা বলেই জানিয়ে দিয়েছেন তিনি। আবহানীতে খেলবেন সৌম্য সরকার। সৌম্যর সাথে মিঠুনও খেলবে আবহানীতেই।

সুজন বলেন, সাকিব আবহানীতে খেলতে চাইনি। সে বোর্ডের কাছে নিজের প্র্যাক্টিসের জন্য কয়েকটি ম্যাচ খেলতে চেয়েছে এবং সেটাও মাঝারি শক্তির কোন দলে।কিছুদিন আগে বোর্ড সভাপতিও বলেছিল একই কথা। তবে বিশ্বকাপের কথা মাথায় রেখে বোর্ড সাকিবকে সেই অনুমতি দেয়নি।

আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন